হবিগঞ্জ সংবাদদাতা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবালসহ প্রায় সাড়ে তিনশ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার দরিয়াপুর গ্রামের বাসিন্দা মো. ইয়াকুব আলীর ছেলে আতাউর রহমান হৃদয় বাদী হয়ে বুধবার ১৮ সেপ্টেম্বর দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। এতে ১৫০ জনের নাম উল্লেখ ও দেড় থেকে দুইশ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভুঁইয়া নিশ্চিত করে জানান, মামলাটি থানায় নথিভুক্ত করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলায় যাদের আসামী করা হয়েছে তারা হলেন, শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. ছালেক মিয়া, ইউপি চেয়ারম্যান বুলবুল খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, ইসহাক আলী সেবন, মাসুদউজ্জামান মাসুক, আবুল কাশেম শিবলু, হুমায়ুন কবির সৈকত, হোসাইন মো. আদিল জজ মিয়া, ফজল উদ্দিন তালুকদার, আব্দুল মুকিত, খায়রুল আলম, আব্বাস উদ্দীন তালুকদার প্রমুখ।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ৪ আগস্ট শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আসামিদের হামলায় শেখ হৃদয়, রুবেল রানা তালুকদার, রাজু মিয়া ও আরমান মিয়াসহ ১০/১২ জন আহত হন। আসামিদের সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।