সাবেক এমপি হাবিবসহ ৩৪৩ জনের বিরুদ্ধে মামলা

48

স্টাফ রিপোর্টার

দক্ষিণ সুরমার রেল গেইট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ও গুলি বর্ষণের অভিযোগে সাবেক এমপি হাবীবুর রহমান হাবীবসহ ৪৩ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা ২০০/৩০০ জনকে আসামী করে বিস্ফোরক উপাদানবলী আইনে মামলা দায়ের করা হয়েছে। গত ৪ সেপ্টেম্বর মোগলাবাজার থানার শেখপাড়া গ্রামের মোহাম্মদ আলাউদ্দিনের ছেলে কর আইনজীবীর সহকারী মোহাম্মদ শাহির হোসেন বাদি হয়ে দক্ষিণ সুরমা থানায় বিস্ফোরক উপাদান আইনে এ মামলাটি দায়ের করেন। যার নং- ৫।
দায়েরকৃত মামলার অন্য আসামীরা হচ্ছেন- দক্ষিণ সুরমা সিসিকের ২৭নং ওয়ার্ডের গংগানগরের বেলাল আহমদ (৫৫), দক্ষিণ সুরমা লাউয়াইর মতিউর রহমান মতি (৫১), মোল্লারগাঁও গ্রামের বদরুল ইসলাম (৫১), দক্ষিণ সুরমা সদরখলার অরুন দেবনাথ (৪৫), দক্ষিণ সুরমা করসনার তোয়াজিদুল হক তুহিন (৪৫), দাউদপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল হক (৫৩), লালাবাজারে আশিক আলী (৪৫), দক্ষিণ সুরমা হিলু রাজবাড়ীর ইসলাম উদ্দিন, বদিকোনার বেলায়েত হোসেন (৩৭), বিশ্বনাথ টিংরা আলীপাড়ার সিতার মিয়া (৪২), তেতলীর নিজাম উদ্দিন (৩৫), দক্ষিণ সুরমা সদরখলার মামুন আহমদ ইমরান (২৫), মোল্লারগাঁও খালপারের রাজু আহমদ (৩৫), নিয়ামতপুরের আমীর হোসেন দেলওয়ার (২৫), মোল্লারগাঁও মইদপুরের আব্দুল হক (৫০), দক্ষিণ সুরমা কায়স্তরাইলের আব্দুল আলীম মহিনুর (৪২), মোল্লারগাঁও খিদিরপুরের সোনা মিয়া (৫০), মোল্লারগাঁওয়ের ওয়াহিদুল ইসলাম (৪২), হাজরাই গ্রামের ফাহিম আহমদ (২৮), লালারগাঁও গ্রামের আব্দুল বাছিত রানা (৫০), কুচাই মাঝপাড়ার শামসুল ইসলাম (২৭), সিসিকের ৪২ নং ওয়ার্ডের শ্রীরামপুরের মামুন আহমদ (৩০), সিসিকের ৪০ নং ওয়ার্ডের ফরহাদ আহমদ (৩০), মোগলাবাজার সিকন্দরপুরের মো. মিজানুর রহমান (৪৮), দৌলতপুর পূর্বপাড়ার শহিদুল হক (৩৪), হাজরাই গ্রামের মিছবাহ মিয়া (৪৮), মন্দিরখলার এমদাদ আহমদ (৩৪), বরইকান্দি কাজিরখলার রুনু মিয়া রানা (৪০), রবিগাঁও গ্রামের লোকমান (৪৫), বদিকোনা শুভেচ্ছা সেন্টারের বদরুল ইসলাম তুহিন (৩৫), লক্ষিপুর গ্রামের ফয়সল আলম (৩২), বরইকান্দির শিপলু আহমদ (৩৫), বরইকান্দি ৩নং রোডের শামীম আহমদ (৩৬), বরইকান্দি কাজিরখলার জুনেদ আহমদ, বরইকান্দির জাহেদ আহমদ (৩৫), একই গ্রামের শিমুল (২৫), কাজিরখলা ইসলামপুরের মহেশ গৌরীর আজিম উদ্দিন (৫৬), বরইকান্দি বর্তমানে খোজারখালের জাহিদ (২৩), বরইকান্দি কাজিরখলার জামাল উদ্দিন (৫৮), তেতলী লামাপাড়ার নাদিম আহমদ (২৩) ও তেতলী মাঝপাড়ার জয়নাল আবেদীন ইমন (২৭)।
বাদি মামলায় উল্লেখ করেন, ৪ আগষ্ট দুপুরে সারা দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সিলেটের দক্ষিণ সুরমা রেল গেইট এলাকায় হাজার হাজার ছাত্র জনতা সমবেত হয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী চলাকালে আসামীরা পিস্তল, বন্দুক, কাটা রাইফেল, পাইপগান, ককটেল, দা, কুড়াল, লোহার রড, লোহার পাইপ ও লাঠিসোটা নিয়ে কর্মসূচীতে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা ও গুলিবর্ষন চালায়। এসময় বাদিসহ ৩০/৩৫ জন ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে আহতদেরকে সিলেট ইবনে সিনা হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দেশের সার্বিক পরিস্থিতি কারণে এবং চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় মামলাটি দায়ের করা হয়েছে বলে বাদি মামলায় উল্লেখ করেন।