আর্জেন্টিনার ইতিহাস গড়ার জয়ে নগরীতে আনন্দ মিছিল

6

কাজির বাজার ডেস্ক

ফুটবল পাগল বাঙালি, এ কথা বেশ পুরনো। সেই সাদাকালো টেলিভিশনের যুগেও ফুটবল উন্মাদনা দেখা যেতো শহর ছাড়িয়ে গ্রামাঞ্চলেও। আজ ডিজিটাল যুগে এসেও সেই উন্মাদনায় একটুও ভাটা পড়েনি বরঞ্চ আরও বেড়েছে। বার বার তার প্রমাণ মেলে বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকা চ্যাম্পিয়নশিপের খেলায়। সেই দুরদেশ ব্রাজিল অথবা আর্জেন্টিনার জয়ে দর্শকদের আনন্দ যেনো সিলেটের রাজপথে ছড়িয়ে যায়। এমনি এক উচ্ছাসের স্বাক্ষী হলো আজও সিলেটের ওলিগলি।
জানা যায়, আর্জেন্টিনা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়াতে গতকাল সোমবার সকালে মহানগরী সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আনন্দ মিছিল বের করে ভক্তরা। সিলেট নগরীর জিন্দাবাজার, টিলাগড়, মদীনা মার্কেট, পাঠানটুলা, আখালিয়া, টুকেরবাজার, বিশ্বনাথ পুরান বাজার এলাকা থেকে আনন্দ মিছিল লিওনেল মেসি, ডি মারিয়ার ভক্তরা। আর্জেন্টিনার পতাকা হাতে সেøাগানে সেøাগানে প্রকম্পিত করে তুলেন সিলেটের রাজপথ। এ যেনো শুধু আর্জেন্টিনা নয় বাঙালির ফুটবলের প্রতি চিরন্তন ভালোবাসার বহিঃপ্রকাশ। একটা সময় এমন চিত্রের দেখা মিলতো রাজধানী ঢাকার স্বনামধন্য আবাহনী-মোহামেডানের খেলাকে ঘিরে। পুরো দেশ দুই ভাগে ভাগ হয়ে যেতো। কেউ আবহনী আবার কেউবা মোহামেডান। বর্তমান সময়ে এসব শুধুই স্মৃতি।
ফুটবল ভক্তদের দাবী সরকারের পৃষ্টপোষকতায় দেশের ক্রীড়াঙ্গনের সুদিন আবার ফিরে আসুক। ফের আবাহনী-মোহামেডানের মতো ফুটবল ক্লাব সৃষ্টি হোক, যাদের খেলা দেখার জন্য মাঠ ভরে উঠবে দর্শকে দর্শকে।
উল্লেখ্য, কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। কোপা আমেরিকার ফাইনালে লাউতারো মার্টিনেজের ১১২ মিনিটের গোলে ১-০ গোলের জয়ে নিজেদের ইতিহাসের ১৬তম কোপা আমেরিকার শিরোপা নিশ্চিত করল আর্জেন্টিনা। ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের বিশ্বকাপ আর ২০২৪ সালে ফের কোপা আমেরিকা। টানা তিন আন্তর্জাতিক ট্রফি জয়ের এক বিরল রেকর্ড গড়ল তারা।