কোর্ট পয়েন্টে হামলা-গুলির ঘটনায় শফিক-আনোয়ার-হাবিবসহ ৩৪১ জনের বিরুদ্ধে আরেকটি মামলা

19

স্টাফ রিপোর্টার

সিলেটে একের পর এক মামলায় আসামি হচ্ছেন সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী-এমপিসহ প্রভাবশালী সব আওয়ামী লীগ নেতারা। এবার সিলেটের আরেকটি মামলায় আসামি হলেন সিলেটের সাবেক এক প্রতিমন্ত্রী, মেয়র ও এক এমপি।
জানা গেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট সরকার পতনের আগের দিন ৪ আগস্ট (রবিবার) সিলেট মহানগরীর কোর্ট পয়েন্ট এলাকায় হামলা-গুলির অভিযোগে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার নগরীর আরামবাগ এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে বাবুল মিয়া বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় তিনি সাবেক প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক সাংসদ হাবিবুর রহমান হাবিবসহ ৪১ জনের নাম উল্লেখ করেছেন। আরও আসামি করেছেন অজ্ঞাত ২৫০-৩০০ জনকে।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবী আব্দুল কাইয়ুম। তিনি বলেন, দ্রæত বিচার আইনে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে মামলা দায়ের হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে কোতোয়ালী মডেল থানাকে তদন্তের নির্দেশ দিয়েছে।