নগরীর চৌহাট্টস্থ ঐতিহ্যবাহী সিংহবাড়ির প্রয়াত এডভোকেট উপেন্দ্র নারায়ণ সিংহ মজুমদার ও প্রয়াত বীণাপাণি সিংহ মজুমদারের ৪র্থ সন্তান, সিলেট বিবেকের সভাপতি, মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট এর সাবেক সভাপতি জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন এর বড় ভাই, ঢাকার গুলশান নিবাসী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা (ডিস্ট্রিক্ট এন্টোমলজিস্ট) সঞ্জয় সিংহ মজুমদার এর মৃত্যুতে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের সভাপতি বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম প্রণব কুমার দেবনাথও সাধারণ সম্পাদক এ্যাপেক্সিয়ান চন্দন দাশ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এছাড়া বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। এসব সংগঠনের মধ্যে রয়েছে হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শ্রীহট্ট ব্রাহ্ম সমাজ, শ্রীহট্ট লোকনাথ ভক্তবৃন্দ পরিষদ, সিলেট বিবেক, শ্রীমা সারদা সংঘ- সিলেট, শ্রতি- সিলেট, হাওরপারের ধামাইল বাংলাদেশ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
যাঁরা শোক প্রকাশ করে সমবেদনা প্রকাশ করেছেন তাঁদের মধ্যে অন্যতম শিক্ষাবিদ অধ্যাপক বিজিত কুমার দে, শিক্ষাবিদ বিরাজমাধব চক্রবর্তী, এডভোকেট পঙ্কজ কুমার রায়, প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরী, অম্বরীষ দত্ত, বীথিকা দত্ত, নারী নেত্রী খুশী চৌধুরী, অধ্যাপক পরিমল কান্তি দে, এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, এডভোকেট বিজয়কৃষ্ণ বিশ্বাস, ড. ভীষ্মদেব চৌধুরী, অধ্যাপক সুভ্রেন্দু ভট্টাচার্য, অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর, এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য, অধ্যক্ষ (অব.) ড. আবুল ফতেহ ফাত্তাহ, অধ্যাপক ফারজানা সিদ্দিকা, শামীম আহমদ, অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, সুব্রত দেব, প্রদীপ কুমার দেব, কৃপেশ পাল, নীলাঞ্জন দাস টুকু, নিরঞ্জন দে যাদু, বিনয় ভূষণ তালুকদার, সুকান্ত গুপ্ত প্রমুখ।
শোকবার্তায় নেতৃবৃন্দ প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। বিজ্ঞপ্তি