মৌলভীবাজারের বানভাসী মানুষের পাশে ইবনে সিনা হাসপাতাল

14

সিলেট ও সুনামগঞ্জের পর এবার মৌলভীবাজারের বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড। রোববার মৌলভীবাজার জেলার কুলাউড়া, রাজনগর ও জুড়ী উপজেলার বন্যার্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রি বিতরণ করে হাসপাতাল কর্তৃপক্ষ।
খাদ্যসামগ্রি বিতরণকালে হাসপাতালের পরিচালক অধ্যাপক আব্দুল হান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ মো. ইয়ামির আলী ও মো. আব্দুর রহমান, হাসপাতালের সিনিয়র এসিসট্যান্ট ম্যানেজার মো. বদরুল হক, এসিসট্যান্ট ম্যানেজার মাজহারুল ইসলাম মুমিন, এসিসট্যান্ট ম্যানেজার জহির উদ্দিন, এসিসট্যান্ট ম্যানেজার মুজিবুর রহমান, কাস্টমার কেয়ার ম্যানেজার কয়েছুজ্জামান, অডিটর কামরুল হাসান প্রমুখ।
সভাপতির বক্তব্যে অধ্যাপক আব্দুল হান্নান বলেন, সিলেট অঞ্চলের এই আকস্মিক বন্যায় আমরা সিলেটের জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ ও সুনামগঞ্জের পর মৌলভীবাজারের কুলাউড়া, রাজনগর ও জুড়ী উপজেলার বন্যার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। বিপদে মানুষ মানুষের পাশে দাঁড়ায়। কিন্তু বিপদ থেকে মানুষকে উদ্ধার করেন মহান আল্লাহ তায়ালা। বিজ্ঞপ্তি