আবারও সিলেটে ভারী বর্ষণের সতর্কবার্তা

0

কাজির বাজার ডেস্ক

ভারী বর্ষণ ও ভারতের পাহাড়ি ঢলে সিলেটে একমাসে দুইবার বন্যা আঘাত আনে। প্রথম দফা বন্যার রেশ কাটতে না কাটতেই ১৫ জুন থেকে সিলেটে আবারও বন্যা দেখা দেয়। দ্বিতীয় দফার বন্যায় মানুষ চরম বিপাকে সিলেটবাসী, এখনও বন্যায় আক্রান্ত মানুষের সংখ্যা সাত লাখ। এর মধ্যেই সিলেটবাসীর জন্য এসেছে আরেকটি দুঃসংবাদ। আগামী তিন দিন সিলেট ভারী বর্ষণের সতর্কবাণী দিয়েছে আবহাওয়া অফিস।
এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পরিচালক, আবহাওয়াবিদ মো: বজলুর রশিদ।
পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ২৮ জুন শুক্রবার সকাল থেকে পরবর্তী ৭২ ঘন্টায় ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘন্টা) থেকে অতি ভারী (৮৯ মিমি/২৪ ঘন্টা) বর্ষণ হতে পারে।
এছাড়া ভারী বর্ষা জনিত কারনে চট্রগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভ‚মিধসের সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।
এদিকে সিলেট আবহাওয়া অফিসের তথ্য মতে সিলেটে গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ৩২.৪ মি.মি. বৃষ্টি রেকর্ড করা হয়েছে।