হবিগঞ্জ সংবাদদাতা
৩য় ধাপে হবিগঞ্জ সদর-লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে ৩টি উপজেলা থেকে চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করলে ৮ জন প্রার্থী জামানত হারিয়েছেন। এছাড়াও পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যান পদে জামানত হারিয়েছেন আরো ১৭ জন প্রার্থী। নিয়ম অনুযায়ী মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ অর্থাৎ যারা সাড়ে ১২ শতাংশের কম ভোট পেয়েছেন তারা জামানত হারাবেন।
হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ- হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে জামানত হারিয়েছেন ৪ জন। তারা হলেন, মোঃ মহিবুল ইসলাম শাহিন (মোটর সাইকেল), চৌধুরী নিয়াজ মাহমুদ (দোয়াত-কলম), মোঃ ওয়াসিম উদ্দিন (ঘোড়া) ও সৈয়দ আশিকুর রহমান (হেলিকপ্টার)।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পুরুষ পদে যারা জামানত হারিয়েছেন তারা হলেন- কাজল আহমেদ (বই), কাজ মৌলানা আব্দুল কাইয়ূম (বৈদ্যুতিক বাল্ব), মোঃ শহীদুজ্জামান (গ্যাস সিলিন্ডার), মোঃ নুরুল হক টিপু (চশমা), মোঃ মামুন মিয়া (পালকি), মোঃ সারোয়ার হোসেন (উড়োজাহাজ), মোঃ সোহাগ চৌধুরী (তালা) ও সালেহ আহমদ চৌধুরী (মাইক)। নারী ভাইস-চেয়ারম্যান পদে মোছাঃ আয়েশা খানম রানী (প্রজাপতি) জামানত হারিয়েছেন।
লাখাই উপজেলা পরিষদ- লাখাই উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে জামানত হারিয়েছেন ২ জন প্রার্থী। তারা হলেন, মোঃ আমিরুল ইসলাম (আনারস) ও ইকরামুল মজিদ চৌধুরী (ঘোড়া)। এছাড়াও ভাইস চেয়ারম্যান পুরুষ পদে যারা জামানত হারিয়েছেন তারা হলেন, কাউছার আহমেদ (মাইক), মানিক মোহন দাস (টিউবওয়েল), মোঃ আব্দুল মতিন (বই), হাজী নোমান মোল্লা (উড়োজাহাজ)। নারী ভাইস-চেয়ারম্যান প্রার্থী তানিয়া আক্তার (কলস) জামানত হারিয়েছেন।
শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ- শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে জামানত হারিয়েছেন ২ প্রার্থী। তারা হলেন, তারা হলেন, মোঃ সুরুজ আলী (আনারস) ও রকিব আহমেদ (দোয়াত-কলম)। এছাড়াও ভাইস চেয়ারম্যান পুরুষ পদে যারা জামানত হারিয়েছেন তারা হলেন, মোহাম্মদ আব্দুল কাদির (টিউবওয়েল), মোঃ মনোয়ার হোসেন জাকারিয়া (মাইক)। নারী ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ মুক্তা আক্তার (প্রদ্মফুল) জামানত হারিয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।