বড় প্রয়োজন ছিল

27

নেছার আহমদ নেছার

সাথী-
পথে হলো দেখা কতকাল পর
হয়তো কোনদিন ভাবনি কেমন আছি
কোথায় আছি-
মরে গেছ না বেঁচে আছি-
হয়তো জানতে পারনি;

জানিনা কত রাত কাটিয়েছি চোখের জলে
না-পাওয়ার নিদারুণ হাহাকারে।
কতদিন কত কাল পরে-
এভাবে তোমাকে পেয়ে
আমি বিমুঢ় কোন কথাই বলতে পারিনি,

বিরহ শোক অনল আমার হৃদয় সত্ত্বা
জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিয়েছে;
অথচ তোমার সেই নিবিড় ভালোবাসায়
জড়ানো স্নেহ মমতার একটু
স্নিগ্ধ পরশ জীবনে বড় বেশী প্রয়োজন ছিল।