সারা দেশ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হতে পারে

6

কাজির বাজার ডেস্ক

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড় রিমাল সন্ধ্যা নাগাদ উপক‚লে আঘাত হানবে, মধ্যরাতে বাংলাদেশ পার হবে। রবিবার (২৬ মে) সচিবালয়ে আন্তঃমন্ত্রণলায় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে তিনি এক ব্রিফিংয়ে এসব কথা বলেন।
মহিবুর রহমান বলেন, ‘উপক‚ল এলাকায় গতিবেগ ১২০ কিমি থাকবে। উপক‚লীয় এলাকায় ১০ ফুটের বেশি জলোচ্ছ¡াস হবে।
৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে, সারা দেশ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হতে পারে। পাহাড়ধ্বসের আশঙ্কা ি রয়েছে।’
তিনি আরো বলেন, ‘সংশ্লিষ্ট সকল দপ্তরের সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। দেশের ভেতরে নৌ চলাচল বন্ধ থাকবে।
আমরা প্রস্তুতি নিয়েছি, মানুষের জান-মালের নিরাপত্তায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অভিজ্ঞতা অনুযায়ী প্রস্ততি নিয়েছি। ঝুঁকিপূর্ণ এলাকার সব মানুষকে আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে। চিকিৎসা সামগ্রী, শুকনো খাবার আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।
সমস্ত প্রশাসন প্রস্তুত আছে। আশ্রয়কেন্দ্রে ৮ লাখের বেশি মানুষ এসেছে। মহাবিপদ সংকেত যেহেতু তাই উপক‚লের সব মানুষকে আনা হয়েছে। পর্যাপ্ত আশ্রয়কেন্দ্রে আছে। সশস্ত্র বাহিনীসহ অন্য বাহিনীগুলোও প্রস্তুত রাখা হয়েছে।