সিলেট জেলা সমবায় কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তাবৃন্দের সাথে সিলেট জেলা সমবায় ইউনিয়ন লিমেটেডের নেতৃবন্দের এক মতবিনিময় সভা গতকাল ১৫ মে বুধবার দুপুরে নগরীর জেল রোড পয়েন্ট সংলগ্ন জেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সমবায় কর্মকর্তা চন্দন দত্ত।
সিলেট জেলা সমবায় ইউনিয়ন লিমেটেডের সভাপতি সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম এর পরিচারনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক মোহাম্মদ জামাল মিয়া, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন। বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুর রহমান, বালাগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা উৎপল চক্রবর্ত্তী, ফেঞ্চুগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা সাইদুর রহমান শামীম, বিশ^নাথ উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আক্তার হোসেন, গোয়াইনঘাট উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ কপিল উদ্দিন, জৈন্তাপুর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, জকিগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মুহিত, কানাইঘাট উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা সমবায় কর্মকর্তা কৃষ্ণ রাণী তালুকদার, গোলাপগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ছদরুল ইসলাম, সিলেট জেলা সমবায় ইউনিয়ন লিমেটেডের সহ সভাপতি মোঃ শাহীন রানা, সদস্য মোঃ সালেহ আহমদ, ইয়াহইয়া আহমদ, মঈন উদ্দিন, চাঁন মনি বিশ^াস, হাসান মাহমুদ রিপন, গৌরাঙ্গ সরকার প্রমুখ।
মতবিনিময় সভায় সিলেট জেলা সমবায় কর্মকর্তা চন্দন দত্ত সিলেট জেলা সমবায় ইউনিয়ন লিমেটেডের নেতৃবন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা সমবায় কর্মকর্তা চন্দন দত্ত বলেছেন, সুখী-সমৃদ্ধ-স্বনির্ভর বাংলাদেশ গড়তে সমবায়ীদের দক্ষতা ও কর্মক্ষমতা বৃদ্ধির লক্ষে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে সমবায়ী এবং সমবায়-সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দেশের উন্নয়ন ও কল্যাণমূলক কাজে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, শতবর্ষের ঐতিহ্যবাহী সমবায় খাত দেশের দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছে। সেই দ্বারা অব্যহত রেখে সমবায়ীদের কাজ করার আহবান জানান।
সভায় বক্তারা বলেন, বেকারত্ব দূরকরণে ও কর্মসংস্থানের লক্ষ্যে সিলেটে সমবায় বাজার স্থাপন করে নায্যমূলের পণ্য বিক্রির মাধ্যমে মানুষের সেবা করার পরিকল্পনা গ্রহণ করছে সিলেট জেলা সমবায় ইউনিয়ন লিমেটেড। পর্যায়ক্রমে সিলেট জেলার ১৩টি উপজেলায় সমবায় বাজার স্থাপন করার অভিমত ব্যক্ত করেন। বক্তারা শান্তির সমাজ প্রতিষ্ঠায় সমবায়ের বিকল্প নেই উল্লেখ করে সমবায়ীদের আত্মনির্ভরশীর হয়ে দেশ, জাতি ও মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি