জগন্নাথপুরে জটিল রোগে আক্রান্ত ছেলেকে বাঁচাতে দরিদ্র পিতার আকুতি

0

জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্রেনস্টোকের মতো জটিল রোগে আক্রান্ত ছেলেকে বাঁচাতে এক দরিদ্র পিতা সবার কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন।
জানাগেছে, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া (ভরাট) গ্রামের দরিদ্র সমুজ আলীর ছেলে মাকবুজ আলী (২২) দীর্ঘ ৮ বছর ধরে ব্রেনস্টোকের মতো জটিল রোগে আক্রান্ত হয়ে ভ‚গছেন। এর মধ্যে গত প্রায় দেড়মাস ধরে অবস্থার অবনতি হলে দুই ধাপে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তাকে চিকিৎসা দেয়া হয়। অবশেষে অবস্থার আরো অবনতি হলে গত ৭ এপ্রিল রোগী মাকবুজ আলীকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে রেফার করেন।
এদিকে-দরিদ্র পিতা সমুজ আলী ঢাকায় গিয়ে ছেলের চিকিৎসার জোগাড় করতে না পারায় জটিল রোগী ছেলেকে বাড়িতে নিয়ে আসেন। তাই নিরুপায় হয়ে ছেলেকে বাঁচাতে দরিদ্র পিতা সমুজ আলী সবার কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন। সহায়তা করতে সরাসরি দরিদ্র পিতা সমুজ আলীর মোবাইল ০১৭১৬-২৮৭০২১ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।