হবিগঞ্জে লোডশেডিংয়ের ব্যাখ্যা চেয়েছেন আদালত

22

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ শহরে বৈদ্যুতিক গোলযোগ ও লোডশেডিং নিয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলীকে আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ মে) হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন অর রশিদ এই আদেশ দেন।
সম্প্রতি হবিগঞ্জে ৩৪.২ ডিগ্রি তাপমাত্রায়ও বৈদ্যুতিক লোডশেডিং করা হয়।
সামান্য ঝড় হলেই বৈদ্যুতিক গোলযোগ ও লোডশেডিংয়ের ফলে গরমে মানুষের মৃত্যুঝুঁকি দেখা দিয়েছে। বিপিডিবির কাছে বিদ্যুবিভ্রাটের কারণ জানতে চাইলেও কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী অবহেলা করছেন। তাই এ ব্যাপারে আদেশ চেয়ে গত বুধবার হবিগঞ্জ সদর উপজেলার ময়না মিয়া নামের এক ব্যক্তি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেছিলেন। ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ২৫ ধারায় প্রাপ্ত আবেদনের পরিপ্রেক্ষিতে বৈদ্যুতিক গোলযোগ ও লোডশেডিং বিষয়ে ব্যাখ্যা দাখিলের জন্য আদালত নির্বাহী প্রকৗশলী মঞ্জুর মুর্শেদকে আদেশ দেন।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, ‘আদালত প্রাপ্ত অভিযোগ আমলে নিয়ে বিপিডিবি হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলীকে ব্যাখ্যা দাখিলের আদেশ দিয়েছেন এবং মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।’