সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান জরুরি ভিত্তিতে মহানগরীর ৩৯ নম্বর ওয়ার্ডে সুরমা নদীর ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দিয়েছেন।
শনিবার দুপুরে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ভাঙ্গনের মুখে পড়া টুকেরবাজার এলাকার পীরপুর পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।
জেলা প্রশাসক জানান, সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এলাকাবাসী বিপদগ্রস্ত অবস্থায় রয়েছেন। যেকোন সময় ভাঙ্গন দেখা দিতে পারে। যেভাবেই হোক মানুষকে নিরাপদ রাখতে হবে।
জেলা প্রশাসক জানান, সীমান্তবর্তী উপজেলাগুলোতে আকস্মিত বন্যা দেখা দিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে ক্ষয়ক্ষতি নিরূপণ করতে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
জেলা প্রশাসক আরও জানান, বন্যা কবলিত ৫ উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৭৯ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিরণ মাহমুদ, সহকারী কমিশনার আহসানুল আলম, সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মিঠু দাস জয়, টুকেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আফছা আহমদ, মকবুল হোসেন, গিয়াস উদ্দিন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি