জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে ব্রিটিশ বাংলা ট্রাস্টের মতবিনিময়

18

জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতিবিনিময় করেছেন জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট নেতৃবৃন্দ। আগামী ৫ ফেব্রæয়ারি ট্রাস্টের ২১ তম বৃত্তি বিতরণ অনুষ্ঠিত হবে। এবার স্কুল, কলেজ, মাদ্রাসা ও ইউনিভার্সিটির ৫৩২ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রায় ২৫ লাখ টাকা বিতরণ করা হবে বলে ট্রাস্টিরা জানান। এছাড়া গত ২ বছরে ২৮০ জন শিক্ষার্থীদের ফ্রি বেসিক কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং আরো ৪০ জনের প্রশিক্ষণ চলছে। আগামী বৃত্তি বিতরণ অনুষ্ঠান সফলের লক্ষ্যে ট্রাস্টের নব-গঠিত কমিটির নেতৃবৃন্দদের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে ১ ফেব্রæয়ারি বৃহস্পতিবার পৌর শহরের হাবিবনগর এলাকায় ট্রাস্টের রিসোর্স সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান মো.আবদাল মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি শাহ মো.মাহবুবুর রহমান কোরেশী শিপন এর পরিচালনায় ট্রাস্টিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ট্রাস্টের সাবেক চেয়ারম্যান আবদুল আশিক চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান এমএ কাদির, বর্তমান ট্রেজারার আনোয়ার আলী, ট্রাস্টি আবদুল মছব্বির দুলু। এতে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক হুমায়ুন কবির, আবদুল ওয়াহিদ, হিফজুর রহমান তালুকদার জিয়া প্রমূখ। এ সময় সাংবাদিক রিয়াজ রহমান, সাংবাদিক ইয়াকুব মিয়া, বিপ্লব দেবনাথ, তৈয়বুর রহমান ও ট্রাস্টের রিসোর্স সেন্টারের প্রশিক্ষক রাশিদ আহমদ চৌধুরী মুরাদ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।