বিশ^নাথে সুমেল হত্যার প্রধান আসামীর জামিন না মঞ্জুর, ফের শুনানী আজ

21

বিশ^নাথ সংবাদদাতা

সিলেটের বিশ^নাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের চৈতনগর গ্রামের চাঞ্চল্যকর স্কুলছাত্র সুমেল হত্যা মামলার প্রধান আসামী চৈতনগর (ইসলামপুর) গ্রামের মৃত আপ্তাব আলীর ছেলে লন্ডনী সাইফুলের জামিন জেলা জজ ও হাইকোর্টে ১২বার নামঞ্জুর করা হয়েছে। গত কয়েকদিন পূর্বে মহামান্য হাইকোর্টে জামিন নামঞ্জুর হওয়ার পর পুনরায় আরেকটি আবেদন দাখিল করায় ২৩জানুয়ারি মঙ্গলবার পূণরায় জামিন শুনানী হতে পারে। এ তথ্যটি নিশ্চিত করেছেন মামলার বাদী ইবরাহিম আলী সিজিল।
প্রসঙ্গত, ২০২১সালের ১মে চৈতন নগর গ্রামের নজির উদ্দিনের ক্ষেতের জমি থেকে জোর করে রাস্তায় মাটি তুলতে গেলে সাইফুল গংদের বাধা দিলে সাইফুলের বন্দুকের গুলিতে স্কুল ছাত্র সুমেল মিয়া (১৮) নিহত হয় এবং তার পিতাসহ ৪জন গুলিবিদ্ধ হন। দীর্ঘদিন পলাতক থাকার পর আসামী সাইফুলকে ২১সালের ২১অক্টোবর সন্ধায় ঢাকার সেগুনবাগিচা এলাকা থেকে বাদি সিজিল ও তার নিকটাতœীয়রা সাইফুলকে আটক করেন। পরে রমনা থানা পুলিশের সহযোগিতায় বিশ্বনাথ থানার পুলিশ আসামীকে গ্রেপ্তার করে সিলেটে নিয়ে আসে। ইতিমধ্যে ৩১জন আসামীর জামিন হয়েছে। কিন্তু সাইফুল তার নিজের লাইসেন্সকৃত বন্দুক দিয়ে সুমেলকে হত্যা করেছে বলে চার্জশীট ও পুলিশের একাধিক রির্পোটে উল্লেখ করা হয়েছে। এই সাইফুল কৃষক ছরকুম আলী দয়াল হত্যা মামলারও প্রধান আসামী।