বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ সিলেট মহানগর কমিটির বর্ধিত সভায় নেতৃবৃন্দ বলেছেন, বাঙালি জাতির রাষ্ট্র পিতা শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ পালনের মাধ্যমে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের সেবায় উন্নয়নের রোল মডেলে কাজ করে যেতে হবে। সভায় নেতৃবৃন্দ আরো বলেন, অত্র সংগঠনে নতুন প্রজন্মের মেধাবীদের আস্থা ও ভরসাস্থল। সেজন্য সকল নেতাকর্মীদের দায়িত্বশীল কাজ করে আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেলে দেশকে পরিণত করতে সে লক্ষ্যকে সামনে রেখে সকলকে এগিয়ে যেতে হবে।
গত ২৭ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭টায় মহানগরীর জিন্দাবাজারস্থ একটি রেস্টুরেন্টে বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ মহানগর কমিটি আয়োজিত বর্ধিত সভায় সিনিয়র সহ সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিমল চন্দ্র দাসের পরিচালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি রুহুল ইসলাম মিঠু, সংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মনির, অর্থ সম্পাদক ইসলাম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনির আজাদ মুন্না, দপ্তর সম্পাদক রাসেল মিয়া, শিক্ষা সম্পাদক হাবিবুর রহমান রাসেল, কৃষি সম্পাদক মাকসুদুর রহমান নাঈম, আন্তর্জাতিক সম্পাদক আরিফ আরমান জিসান, সাংস্কৃতিক সম্পাদক ফাহাদ হোসাইন সালমান, বন ও পরিবেশ সম্পাদক জাবের আহমদ শান্ত, ক্রীড়া সম্পাদক তাকদীর উল্যাহ জাকির, ফয়সাল আহমেদ ও রাজিব প্রমুখ। সভায় বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক ২নং পদে ফয়সাল আহমেদ, বন ও পরিবেশ সম্পাদক পদে জাবের আহমদ শান্ত, ক্রীড়া সম্পাদক পদে তাকদীর উল্যাহ জাকিরকে পদায়ন করে অনুমোদন দেয়া হয়। বিজ্ঞপ্তি