সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন : সিলেট বিভাগে আরও মন্ত্রী নিয়োগের জন্য সরকারের প্রতি আহŸান

5

স্টাফ রিপোর্টার

সিলেট বিভাগে আরো মন্ত্রী নিয়োগের জন্য সরকারের প্রতি আহব্বান জানানো হয়েছে। শনিবার দুপুরে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান নাগরিক দায়িত্ব নামের একটি সামাজিক সংগঠনের, সভাপতি এডভোকেট মো. এম আর খালেদ (তুষার)। লিখিত বক্তব্যে তিনি বলেন- ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বৃহত্তর সিলেটকে উপহার দেয়া হয়েছিল সর্বমোট ৫জন মন্ত্রী। এর মধ্যে ৩জন পূর্ণ মন্ত্রী ও ২জন প্রতি মন্ত্রী। কিন্তু ২০২৪ সালে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করে সিলেট বিভাগকে অবমূল্যায়ন করে মাত্র ২জন পূর্ণ মন্ত্রী ১জন প্রতি মন্ত্রী নিয়োগ দিয়েছে যা সিলেট বিভাগবাসীর জন্য অত্যন্ত দুঃখের।
সংবাদ সম্মেলনে তিনি সরকারের কাছে দাবি করেন সিলেট বিভাগে উপযুক্ত মূল্যায়ন করে যোগ্য সাংসদ কিংবা ট্যাকনোক্রেট এর মাধ্যমে হোক অনতিবিলম্বে মন্ত্রী নিয়োগ করে মর্যাদা ফিরিয়ে দিন। অন্য কারো দুর্নীতি কিংবা আক্রোশের কারণে আমাদের ন্যায্য দাবীকে মাটি চাপা দিবেন না। মন্ত্রীত্ব পরিমাণ না বাড়ালে এই সিলেট বিভাগে উন্নয়ন তুলনামূলকভাবে অনেক কম হবে। প্রবাসী সিলেটিরা বছরে হাজার হাজার কোটি টাকা দেশে পাঠাচ্ছেন, এই সিলেটবাসী বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্য রপ্তানী করেও কোটি কোটি টাকা দেশে নিয়ে আসছেন। সুতরাং আমরা অধিক পরিমাণে মন্ত্রীত্ব পাওয়ার যৌক্তিক দাবিদার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এ কে আজাদ খান, তৌফিক চৌধুরী, এডভোকেট বিক্রম কুমার চন্দ, জামান চৌধুরী, পাপলু দত্ত, মো. আলাউদ্দিন, জুনু মিয়া, ইমরুল হাসান, এস এম আকমল আলী প্রমুখ।