বিএসটিআইর ৬ মাসের অভিযান সিলেটে সোয়া ১২ লক্ষাধিক টাকা জরিমানা আদায়

1

স্টাফ রিপোর্টার

জনস্বার্থে মান সম্মত পণ্য সামগ্রী ক্রয়-বিক্রয় নিশ্চিতকরণ, ওজন ও পরিমাপে কারচুপি রোধ এবং পণ্য মোড়কজাতকরণ বাস্তবায়নের লক্ষ্যে বিএসটিআই, সিলেট এর উদ্যোগে জুলাই’২০২৩ হতে ডিসেম্বর’২০২৩ পর্যন্ত সিলেট মহানগরীসহ সিলেট বিভাগের ৪টি জেলার বিভিন্ন উপজেলায় মোট ৬০ টি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এ সময় “ওজন ও পরিমাপ মানদÐ আইন, ২০১৮” এবং “বিএসটিআই আইন, ২০১৮” লঙ্ঘনের দায়ে বেকারি, পেট্রোল পাম্প, ডিপার্টমেন্টাল স্টোর, মুদি, মাছ, মাংসের দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৮৮টি মামলা দায়ের করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ১২ লক্ষ ৩৫ হাজার ৭০০ টাকা জরিমানা আদায়ের মাধ্যমে মামলাগুলোর নিষ্পত্তি করেন।
উক্ত সময়ে সিলেট মহানগরীসহ বিভিন্ন জেলায় ৯০টি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে বিএসটিআই’র এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে। বুধবার এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন সিলেট বিএসটিআইর উপ পরিচালক (মট্রোলজি) ও অফিস প্রধান মোঃ লুৎফর রহমান।