মাঠে নামতে পারে যৌথ বাহিনী

27

কাজিরবাজার ডেস্ক :
দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা মোকাবেলায় যৌথ অভিযান শুরু হতে পারে। এ নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে কথা-বার্তা চলছে বলে জানা গেছে।
পুলিশ, বিডিআর ও র‌্যাবের চৌকস অফিসারের সমন্বয়ে যৌথ বাহিনী গঠন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখায় অতিরিক্ত সচিবের নেতৃত্বে মঙ্গলবারের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
অবরোধের নামে বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা  নাশকতা ও সন্ত্রাস সৃষ্টি করে জনমনে ভীতি ছড়িয়ে দেয়ার চেষ্টা রোধেই এ ধরনের সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানা গেছে।এ ছাড়া জঙ্গি নির্মূলকে সামনে রেখেই এমনটা ভাবা হচ্ছে।
সারাদেশে বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোটের টানা অবরোধ চলাকালে বিরোধী দলীয় নেতা-কর্মীদের চোরাগোপ্তা হামলা, ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটছে।
এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এ ধরনের কোন সম্ভাবনা নেই। কারন মাঠে কোন মানুষই নেই। তারা দুই একটা চোরের মত ঘটনা ঘটাচ্ছে। এমন অবস্থায় কেন যৌথ বাহিনী মাঠে নামবে।