ব্যাপক উৎসাহে জগন্নাথপুর মুক্ত দিবস পালন

15

জগন্নাথপুর প্রতিনিধি

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা মুক্ত দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের ৯ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর কবল থেকে জগন্নাথপুর উপজেলা মুক্ত হয়েছিল। দেশ স্বাধীনের পর থেকে প্রতি বছরের ৯ ডিসেম্বর জগন্নাথপুর মুক্ত দিবস পালন হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ৯ ডিসেম্বর শনিবার দুপুরে জগন্নাথপুর মুক্ত দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে পৃথক ভাবে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
প্রথমে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বরে র‌্যালি শেষে পরিষদ সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রিয়াদ বিন ইব্রাহিম ভ‚ঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, বীর মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্য প্রমূখ। এতে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কাইয়ূম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার অরূপ কুমার রায়, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রাপ্রæচাই মারমা সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
এদিকে-পৃথক ভাবে জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধা ভবন প্রাঙ্গনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কাইয়ূমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মনা মিয়া, রসরাজ বৈদ্য, নিশি কান্ত গোপ, নছই দাস, নরেন্দ্র কুমার দাস, গৌরাঙ্গ কুমার গোপ, সহযোগী মুক্তিযোদ্ধা দিলিপ কুমার গোপ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা শাহ সিরাজ কুতুবী, গোপাল গোপ, খোকন গোপ, রাসেল মিয়া, রিপন মিয়া, শাহ জামাল প্রমূখ।