জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রোববার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রিয়াদ বিন ইব্রাহিম ভ‚ঞা, উপজেলা পরিবহন ঐক্য পরিষদের সভাপতি শাহ নিজামুল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিলাল হোসেন, পাটলি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভ‚ইয়া প্রমূখ। এতে কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, জগন্নাথপুর উপজেলা পাউবো কর্মকর্তা মোহাম্মদ হাসান গাজী, উপজেলা নির্বাহী অফিস সহকারী কর্মকর্তা নুরুল হক, উপজেলা মহিলা অধিদপ্তরের উনু মিয়া ও মহিলা অধিদপ্তরের প্রশিক্ষণার্থী নারীগণ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
সভায় মানুষের জানমাল রক্ষায় সড়ক নিরাপদ রাখা ও সব ধরণের দুর্ঘটনা রোধ সংক্রান্ত নানা বিষয়ে ব্যাপক আলোচনা হয়। এতে সবাইকে আরো সচেতন হওয়ার আহবান জানানো হয়েছে। বিশেষ করে সম্প্রতি-জগন্নাথপুর-সিলেট সড়কে গাছের ডালের কারণে ২টি দুর্ঘটনায় ২ জন নিহত হওয়ার ঘটনা নজরে আনলে বিপদজ্জনক এসব গাছের ডাল কর্তনের আশ্বাস প্রদান করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাজেদুল ইসলাম।