স্টাফ রিপোর্টার
নগরীর সারদা হলে নাট্যকর্মীদের উপর হামলার ঘটনায় দক্ষিণ সুরমার এক স্বেচ্ছাসবেক দল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া নেতার নাম মোঃ হারুন মিয়া (৩৬)। তিনি দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার সিলাম টিল্লাপাড়া এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে ও দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।
২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে মহানগরীর কিনব্রিজ সংলগ্ন সারদা হলে বিএনপির রোডমার্চ ও সমাবেশে যোগ দিতে আসা কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে সিলেটের সংস্কৃতিকর্মীদের উপর হামলার অভিযোগ উঠে। হামলায় অন্তত ১০ জন সংস্কৃতিকর্মী আহত হয়েছেন বলে সংস্কৃতিকর্মীদের অভিযোগ। খবর পেয়ে সিলেটের সংস্কৃতিকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান। এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যা ছয়টার দিকে নাট্যকর্মীরা মহানগরে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তাঁরা দোষী ব্যক্তিদের দ্রæত গ্রেপ্তারের দাবি জানান। হামলার খবর পেয়ে বিকেল সোয়া পাঁচটার দিকে ঘটনাস্থলে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। সিটি করপোরেশন সারদা হল দেখভাল করে। আরিফুল এ সময় দোষী ব্যক্তিদের চিহ্নিত করে দ্রæত গ্রেপ্তারের জন্য পুলিশের প্রতি আহŸান জানান।
ঘটনার দুদিন পর ২২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিলেট কোতোয়ালি মডেল থানায় সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজতকান্তি গুপ্ত বাদী হয়ে মামলা দায়ের করা হয়। এতে অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি আলী মাহমুদ বলেন- সিসিটিভি ফুটেজে হারুনকে হামলা চালাতে দেখা গেছে। বাকি অভিযুক্তদেরও শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতার করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। গ্রেফতারকৃত হারুনকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি আলী মাহমুদ।