কোম্পানীগঞ্জ থেকে সংবাদদাতা :
পাথর কোয়ারি বন্ধ থাকার ফলে লক্ষ লক্ষ শ্রমিক ও ব্যবসায়ীরা দুর্বিষহ জীবন পার করছে। ব্যবসায়ীরা দেউলিয়া হয়ে যাচ্ছে আর শ্রমিকরা অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। লাখ মানুষের জীবিকার তাগিদে পাথর কোয়ারিগুলো খুলে দেওয়া প্রয়োজন। সিলেটের কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী সমিতির সভায় এ কথাগুলো বলেন বক্তারা।
ভোলাগঞ্জ সহ সকল পাথর কোয়ারী খোলে দেওয়ার দাবিতে সিলেটের কোম্পানীগঞ্জে শনিবার দুপুর ১২টায় এক সভা অনুষ্ঠিত হয়। কোম্পানীগঞ্জ পাথর ব্যবসায়ি সমিতির সভাপতি আব্দুল জলিল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াদ আলী, ব্যবসায়ী নেতা হাজী আব্দুল মান্নান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাব্বির আহমদ, সহ সভাপতি মঈন উদ্দিন মিলন, ইসলামপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, পাথর ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মৌলানা আব্দুর রউফ, সাধারণ সম্পাদক আবুল হোসেন, কোষাধ্যক্ষ হোসেন নূর, ইউ.পি সদস্য আজিম উদ্দিন, উতমা পাথর ব্যবসায়ি সমিতির সভাপতি আব্দুল খালিক, মোশারফ হোসেন, ফজর উদ্দিন প্রমুখ।