চুনারুঘাট সংবাদদাতা
হবিগঞ্জে চুনারুঘাট পৌরসভার বাল্লা রোডস্থ ল²ীপুর ছোট বাজার মসজিদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। ভয়াবহ আগুনে ওই মার্কেটের মুদির দোকান, অর্ণব মেডিকেল হল, মদিনা ষ্টোর, নাছির ষ্টোর, শরীফ ষ্টোর, শাহজালাল ষ্টোর, রফিক ষ্টোর, নজরুল ষ্টোর জলিল টের্ডাসসহ ৮টি দোকানে মালামালসহ প্রায় ৮ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ব্যবসায়ীদের। ঘটনাস্থলে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের একটি ইউনিটের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর মধ্যে কেউ মালামাল সরানোর চেষ্টা করছেন। আবার আগুনে সব হারিয়ে কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। শুক্রবার দুপুরের দিকে আগুনের খবর পায় স্থানীয় লোকজন। এরপর চুনারুঘাট ফায়ার সার্ভিসের বজয় সিংহের নেতৃত্বে একদল দমকলকর্মী গাড়ি নিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার উপ পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, শুক্রবার দুপুর দেড়টায় তারা আগুন লাগার খবর পান। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়েছে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানা না গেলেও স্থানীয়দের ধারণা বিদ্যুৎ এর সর্ট সার্কিট কিংবা চায়ের কেতলি থেকে আগুণের সূত্রপাত ঘটতে পারে।