বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ ॥ বুদ্ধিজীবী হত্যার ঘাতকদের বিচার দাবী

86

DSC_0246স্টাফ রিপোর্টার :
ভোরের কুয়াশা উপেক্ষা করে লা-সবুজ পতাকা রঙা পোশাক পরে তারা দৃপ্ত পায়ে নগরীর চৌহাট্টাস্থ বুদ্ধিজীবী কবরস্থানে বিনম্র শ্রদ্ধায় ফুল দিলেন। শহীদদের আত্মার শান্তি কামনা করে প্রত্যেকে দৃঢ়কণ্ঠে উচ্চারণ করলেন, ‘বন্ধু, এদেশকে স্বাধীন করতে তোমরা যারা প্রাণ দিয়েছো, তোমাদের সেই হত্যাকারীদের বিচার আমরা করবো।’
গতকাল রবিবার ভোর থেকেই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান সিলেটের চৌহাট্টাস্থ বুদ্ধিজীবীদের কবরস্থানে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর ইউনিট এর মুক্তিযোদ্ধারা। এ সময় সেখানে সর্বস্তরের মানুষের ঢল নামে। মুক্তিযুদ্ধের জাগরণের গান গেয়ে শ্রদ্ধা জানাতে শামিল হয়েছিল স্কুল-কলেজের শিক্ষার্থীরাও। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা ও মহানগর আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা, জাসদ, ওয়ার্কার্স পার্টি, সিপিবি, ন্যাপ, সিটি করপোরেশন, শ্রমীক লীগ জেলা ও মহানগর শাখা, স্বেচ্ছা সেবক লীগ জেলা ও মহানগর, যুবলীগ জেলা ও মহানগর, ছাত্রলীগ জেলা ও মহানগর, বিদ্যুৎ শ্রমীক লীগ, মহিলা আওয়ামী লীগ সিলেট জেলা ও মহানগর, সিলেট প্রেসক্লাব, ইমজা, সেক্টরস কমান্ডাস ফোরাম সিলেট, লিডিং ইউনির্ভাসিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, বাসদ, ছাত্র ইউনিয়ন, উদীচী, খেলাঘর, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, সিলেট কল্যাণসংস্থাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
জেলা যুবলীগ : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল সকাল ১০টায় সিলেট শহীদ স্মৃতি সৌধে সিলেট জেলা যুবলীগের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক খোন্দকার মহসিন কামরান, সহ- সভাপতি আবু তাহের, প্রচার সম্পাদক মো: জাহিদ সারওয়ার সবুজ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এস.এম শায়েস্থা তালুকদার, সদস্য মাসুক মিয়া আশিক মিয়া আশিক, শেখ মো: আজাদ, গোলাম মৌলা চৌধুরী, সাদিক আহমদ সাদিক, রমিজ উদ্দিন, বাবলা চৌধুরী, শাহানা চৌধুরী, রেজাউল ইসলাম রেজা, সাজলু লস্কর, শাহীন আহমদ, এমদাদ রহমান, সাহেদ আহমদ, এম.এম কাইয়ূম, আহমেদ মিতুল প্রমুখ।
দুর্নীতি প্রতিরোধ মঞ্চ : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ মঞ্চ এক আলোচনা সভার আয়োজন করে। কাজিটুলাস্থ অস্থায়ী কার্যালয়ে সন্ধ্যা ৬টায় বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ মঞ্চের কেন্দ্রীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুস সোবহানের সভাপতিত্বে যুগ্ম মহাসচিব শফিকুর রহমান এর পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহাসচিব সাংবাদিক মোঃ আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, জেলা সভাপতি আফতাব উদ্দিন, মহানগর কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক রেজওয়ান আহমদ, সদর উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম দারগা প্রমুখ। সভায় বক্তারা বিজয়ের শেষ মুহূর্তে ৭১ এর ঘাতকদের নীল নকশায় বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। বুদ্ধিজীবী ঘাতকদের বিচারের আওতায় নিয়ে আসার জন্য সরকারের প্রতি জোরদাবী জানানো হয়।
হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে গতকাল বেলা ২টায় আম্বরখানাস্থ ইষ্টার্ণ প্লাজার বিভাগীয় কার্যালয়ে এক আলোচনার সভার আয়োজন করা হয়। বিভাগীয় সভাপতি দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন মাওঃ বদিউজ্জামান, সাংবাদিক মোঃ আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মাওঃ শফিকুর রহমান, এহসানুল হক লিটু, মশাহিদ আলম মুহিন, সামসুল আলম, আব্দুল আজিজ, লুৎফুর রহমান, এমদাদুর রহমান, ইকবাল হোসেন আফাজ, রুনা বেগম, রতœা বেগম, রুনি বেগম, ফাতেমা জান্নাত, কয়েস আহমদ, হাফিজ জামিল আহমদ, সাকিব খান, প্রমুখ। সভায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
জেলা মুক্তিযোদ্ধা দল : মহান বুদ্ধিজীবী দিবসে সিলেট নগরীর চৌহাট্টাস্থ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধার্জ্ঞ অর্পন করেছে জেলা মুক্তিযোদ্ধা দল। গতকাল রবিবার সকালে মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা আহবায়ক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এই শ্রদ্ধার্জ্ঞ অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এমরান আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা দল সিলেটের সদস্য সচিব এডভোকেট শামীম চৌধুরী, যুগ্ম আহবায়ক সোয়াদ রব চৌধুরী, আব্দুর রহিম মল্লিক, শাহজাহান চৌধুরী, আক্তার হোসেন চৌধুরী, জহিরুল ইসলাম, ইমতিয়ার হোসেন, জিএম সুহিন, সাহেদ আহমদ, সিহাব আহমদ, ইমন আহমদ, মুক্তিযোদ্ধ গিয়াস উদ্দিন খান, আসাব আলী চৌধুরী প্রমুখ।
বিদ্যুৎ শ্রমিক লীগ : সিলেট নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছে বিদ্যুৎ শ্রমিক লীগের নেতাকর্মীরা। গতকাল রবিবার সকালে বিদ্যুৎ শ্রমিক লীগ সিলেট-সুমানগঞ্জের সভাপতি শুকুর আহমেদের নেতৃত্বে নেতাকর্মীরা বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন- মহানগর শ্রমিক লীগের সভাপতি জাফর আহমদ চৌধুরী, বিদ্যুাৎ শ্রমিক লীগ সিলেট-সুমানগঞ্জের সহ-সভাপতি রতন কুমার চৌধুরী, পরিমল দে, যুগ্ম-সম্পাদক আব্দুল জলিল, গাজী জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, শ্রমিক লীগ নেতা দিলীপ কুমার দাস, স্বপন কুমার চৌধুরী, আব্দুল লতিফ, আব্দুল হক, আব্দুল বাতেন, আবুল কালাম, দিদার হোসেন প্রমুখ।
গোলাপগঞ্জ প্রেসক্লাব : গোলাপগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রবিবার বিকালে প্রেসক্লাব অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি অজামিল চন্দ্র নাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ আহমদ চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন প্রেসক্লাব সহ-সভাপতি এনামুল হক এনাম, দফতর সম্পাদক মুহাম্মদ আব্দুল কুদ্দুছ, নির্বাহী সদস্য আলমগীর হোসেন রুহেল, ইমরান আহমদ, সিলেট বাণী’র গোলাপগঞ্জ প্রতিনিধি জাহেদুর রহমান জাহেদ প্রমুখ।Untitled-1111111
জিয়া সংসদ : জিয়া সংসদ সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা জিয়া সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আব্দুর রহমান রিপন এর সভাপতিত্বে এবং মহানগর জিয়া সংসদের সভাপতি এম. জহরুল ইসলাম মখর ও জেলা সিনিয়র সহ-সভাপতি ডাঃ শাহীন আহমেদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি ও সিলেট জেলা আহবায়ক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেন, জাতি আজ ক্রান্তিলগ্ন অতিক্রম করছে। যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, সেই গণতন্ত্র আজ ভুলূণ্ঠিত। অবৈধভাবে ক্ষমতায় আঁকড়ে থাকা স্বৈরাচারী শাসক গোষ্ঠি গণতন্ত্রকে কবর দিয়েছে, কবর দিয়েছে মানুষের বাক স্বাধীনতাকে। জাতি আজ আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।
সম্মানিত অতিথি ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেন, মুক্তিযুদ্ধে পাক বাহিনী পরাজয় আসন্ন বুঝতে পেরে বাঙালি জাতিকে মেধা ও মননে ধ্বংস করার জন্য শিক্ষক, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বুদ্ধিজীবীদের হত্যার পরিকল্পনা গ্রহণ করে এবং ১৪ ডিসেম্বর ১৯৭১ইং সালে এদেশের সকল খ্যাতিমান বুদ্ধিজীবীদের হত্যা করে।
প্রধান আলোচক ছিলেন লেঃ কর্ণেল (অব:) অধ্যক্ষ আতাউর রহমান পীর। প্রধান বক্তা ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ডঃ সাজেদুল করীম।
অতিথিবৃন্দ গতকাল ১৪ ডিসেম্বর নগরীর আল হামরা কনফারেন্স হলে জিয়া সংসদ সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক চৌধুরী, সিলেট মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মদলের আহবায়ক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব শামীম আহমদ সিদ্দিকী, দৈনিক সিলেট সুরমার নির্বাহী সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী দিপু, টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন জিয়া সংসদ কেন্দ্রীয় সহ-সভাপতি ও যুক্তরাজ্য শাখা সভাপতি, যুক্তরাজ্য থেকে প্রকাশিত মাসিক ম্যাগাজিন সুরমা তীরের সম্পাদক আমিনুর রহমান আকরাম, জিয়া সংসদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা আশরাফ উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মহানগর সহ-সভাপতি, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট বজলুর রহমান ফয়েজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা সভাপতি জাবেদ আমীন সেলিম, মহানগর সহ-সভাপতি আমিনুর রহমান আলম, জেলা সাংগঠনিক সম্পাদক জাবেদ হক, সহ-সভাপতি এডভোকেট মামুন আহমদ রিপন, সমাজকল্যাণ সম্পাদক এম. তছির আলী। জেলা পরিবেশ বিষয়ক সম্পাদক শিব্বির আহমদ এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর জিয়া সংসদের যুগ্ম সম্পাদক কামাল আহমদ, ইমাম উদ্দিন কামাল, গোলাপগঞ্জ পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নূরুল আম্বিয়া চৌধুরী জামিল, যুক্তরাজ্য বিএনপির কমিউনিটি নেতা জি.এম অপু শাহরিয়ার, জেল জিয়া সংসদের প্রচার সম্পাদক নূরুল আমিন, মুজাহিদ আলী, আওলাদ হোসেন, জসিম উদ্দিন, খয়ের আহমদ, ফরিদ উদ্দিন, হিফজুর আহমদ, আব্দুস সত্তার প্রমুখ। সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত থেকে ক্রেস্ট গ্রহণ করেছেন মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, গিয়াস উদ্দিন খান, আহমদ আলী, আব্দুল সালিক, হাজী আসাব আলী, নূরুল ইসলাম, আব্দুল আলী, আব্দুর রউফ। সিলেটের কৃতি সন্তান কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শমসের মুবিন চৌধুরী বীর বিক্রম এর পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন সভার প্রধান অতিথি আব্দুর রাজ্জাক। মুক্তিযোদ্ধার শ্রেষ্ঠ অহংকার মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরনোত্তর ক্রেস্ট অতিথির কাছ থেকে গ্রহণ করেন জিয়া সংসদ কেন্দ্রীয় সহ-সভাপতি, আল হামরা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশ করা হয়।
প্রজন্মলীগ : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর প্রজন্মলীগের উদ্যোগে রবিবার সকালে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগের (দায়িত্ব প্রাপ্ত) এম বাবর লস্কর, সিলেট জেলা প্রজন্মলীগের সভাপতি মোঃ জাহির উদ্দিন, সহ সভাপতি ফুরকান তালুকদার, মহানগর শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মামুন আহমদ, সাংগঠনিক সম্পাদক ইসলাহ উদ্দিন বাবলু, জেলা প্রজন্মলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়ছল আহমদ, মোঃ আফজল হোসেন, যুবলীগ নেতা মাসুম আহমদ, জেলা প্রজন্মলীগ নেতাু জায়েদ আহমদ, নাজিম উদ্দিন রাসেল, সাবেল আহমদ, কবির আহমদ জুয়েল, রোকন আহমদ, রেজাউল হক, রায়হান আহমদ রনি, তাহের হোসেন, আজহার উদ্দিন, আক্তার হোসেন, সুজন কর প্রমুখ।
উল্লেখ্য, শ্রদ্ধা নিবেদন শেষে জিন্দাবাজারস্থ অস্থায়ী কার্র্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বস্মতিক্রমে সিলেট জেলা প্রজন্মলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এর দায়িত্ব প্রদান করা হয়।
মহানগর যুবলীগ : শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গিরদার, আসাদুজ্জামান আসাদ, সেলিম আহমদ সেলিম, সদস্য মাসুম বিল্লাহ চৌধুরী, সৈয়দ গুলজার আহমদ, সুবেদুর রহমনা মুন্না, জাকিরুল আলম জাকির, ফয়ছল আজাদ খান, রাহেল আহমদ চৌধুরী, আনিসুর রহমান তিতাস. রিমাদ আহমদ রুবেল, হোসেন আহমদ বাবু, লাহিন আহমদ, শ্যামল সিংহ, ইমামুর রহমান লিটন, আব্দুর রব সায়েম, কলিন্স সিংহ, দিলোয়ার হোসেন দিলাল, এমদাদ হোসেন ইমু, রাসেল আহমদ, মিঠু মিয়া, বাসু দাস প্রমুখ।
বিভাগীয় ছাত্র পরিষদ : সিলেট বিভাগীয় ছাত্র পরিষদের ২০১৫-১৬ সালের কেন্দ্রীয় কমিটি গঠন ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল ১৪ ডিসেম্বর রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় সিলেটের একটি রেষ্টুরেন্টে পরিষদের কেন্দ্রীয় সভাপতি বদরুল হোসেন খান কামরান তার সভাপতির বক্তব্যে বলেন, দেশের উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে সকলকে এগিয়ে না আসলে আমাদের কাংখিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তাই সিলেট বিভাগীয় ছাত্র পরিষদের সকল সদস্যকে দেশ মাতৃকার জন্য নিজেদেরকে নিয়োজিত করে সকল অত্যাচার, অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি তার বক্তব্যে দেশের প্রতিটি পরীক্ষার প্রশ্নপত্র ফাসের তীব্র নিন্দা জানান। অবিলম্বে সরকারকে প্রশ্নপত্র ফাঁস না হওয়ার ব্যবস্থা করার জন্য আহবান জানান, অন্যথায় ছাত্র পরিষদ ছাত্র সমাজকে নিয়ে কঠোর আন্দোলনের ডাক দিবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন।
সম্প্রতি শাহজালাল বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ে যে অরাজকতা সৃষ্টি হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। অবিলম্বে কলেজ-বিশ্ববিদ্যালয় সন্ত্রাস মুক্ত করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবী জানান। অনুষ্ঠানে সিলেট বিভাগীয় ছাত্র পরিষদের সভাপতি বদরুল হোসেন খান কামরান এর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক  এস.এম. সেফুল-এর পরিচালনায় বক্তব্য রাখেন-কাজী মোঃ শাহজাহান (সাজু), শাহ মোঃ লোকমান আলী, আহমেদ ইমন, মোঃ নিজাম উদ্দিন, জুমায়েল আহমদ চৌধুরী, শাহেদ আহমদ, মোঃ ফয়সল হাসান, মোঃ এনায়েত মিয়া, মোঃ জাহেদ আহমদ, মোঃ আবুল হোসেন, তরিকুল ইসলাম, নজরুল ইসলাম, ইমাদ প্রমুখ।
উক্ত সভায় গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত নেয়া হয়। পরিষদের ২০১৫-১৬ সালের কমিটি গঠনের সিদ্ধান্ত ও শীত বস্ত্র বিতরণ সহ মহান বিজয় দিবস পালনের কর্মসূচীও হাতে নেয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা শহীদ বুদ্ধিজীবী সহ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়ে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।