সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র উপাচার্য হিসেবে প্রফেসর ড. মো: আশরাফুল আলমের যোগদান

9

 

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র উপাচার্য হিসেবে প্রফেসর ড. মো: আশরাফুল আলম যোগদান করেছেন। বুধবার তিনি যোগদান কালে অত্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান রাজীব আহমেদ এবং সদস্য সাহিদা ইয়াসমিন চৌধুরী উনাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন। এসময় তিনি মহামান্য রাষ্ট্রপ্রতি ও অত্র বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোহাম্মদ সাহাবুদ্দিন কর্তৃক নিয়োগকৃত নতুন উপাচার্য প্রফেসর ড. মো: আশরাফুল আলম এর হাতে যোগদান পত্র তুলেদেন।
এসময় উপস্থিত ছিলেন, অত্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূসরাত মাহমুদ চৌধুরী, ইংরেজি বিভাগের ডিন লেখক-গবেষক ড. আবুল ফতেহ, আইন অনুষদের ডিন মো: মাহ্মুদুল হাসান খান ও লাইব্রেরিয়ান ও আমেরিকান কর্ণার এর পরিচালক মোঃ মোস্তফা কামাল।
উপাচার্য যোগদানের পরপরই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ফ্যাকাল্টি বৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করেন। প্রসঙ্গত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. মো: আশরাফুল আলম রসায়ন বিভাগে ছিলেন। বিজ্ঞপ্তি