জগন্নাথপুরে গণশুনানিতে ভূক্তভোগী মানুষের ঢল

27

 

জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে সপ্তাহের প্রতি বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গণশুনানি হয়ে আসছে। এতে উপজেলার দুর-দুরান্ত থেকে আসা ভ‚ক্তভোগী নারী-পুরুষ জনতার দুঃখ, কষ্ট ও নানা সমস্যার কথা শোনে তাৎক্ষনিক সমাধান সহ সঠিক পরামর্শ দিচ্ছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাজেদুল ইসলাম। এতে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ। ফলে দিনেদিনে গণশুনানিতে বেড়েই চলেছে ভ‚ক্তভোগী মানুষের সংখ্যা। এরই অংশ হিসেবে ১৬ আগস্ট বুধবার গণশুনানিতে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা নারী-পুরুষ জনতার ঢল নেমেছে।
জানা গেছে, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা আরো সহজ ও দ্রæততম সময়ে পৌঁছে দেয়া এবং নাগরিক সেবা প্রদানের মান ও গতি বৃদ্ধির লক্ষ্যে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাজেদুল ইসলামের উদ্যোগে সপ্তাহের প্রতি বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নিয়মিত গণশুনানি চলছে। সেই সাথে প্রতি মাসে যে কোন ২টি ইউনিয়নে গণশুনানি কার্যক্রম পরিচালিত হচ্ছে।