এ বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন যারা

73

কাজিরবাজার ডেস্ক :
২০১৯ সালের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের নাম প্রকাশ করেছে বাংলাদেশ তথ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে, বরাবরের মতো এ বছরও সেরা অভিনেতা-অভিনেত্রী, গায়ক-গায়িকা, পরিচালকসহ মোট ২৬টি ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার দেয়া হবে।
এ বছর প্রধান চরিত্রের জন্য সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন তারিক আনাম খান। ‘আবার বসন্ত’ ছবিতে অসাধারণ অভিনয়ের সুবাদে তিনি এ পুরস্কার জিতে নিয়েছেন। অন্যদিকে, সেরা অভিনেত্রীর পুরস্কার উঠছে নতুন মুখ সুনেরাহ বিনতে কামালের হাতে। তিনি পুরস্কার পাচ্ছেন ‘ন ডরাই’ সিনেমাটির জন্য।
অন্যান্য বিভাগে যারা পুরস্কার পাচ্ছেন
সেরা সিনেমা- যৌথভাবে ‘ন ডরাই’ এবং ‘ফাগুন হাওয়ায়’।
সেরা পরিচালক- তানিম রহমান অংশু (‘ন ডরাই’ সিনেমাটির জন্য)।
সেরা পার্শ্ব অভিনেতা- ফজলুর রহমান বাবু (‘ফাগুন হাওয়ায়’ সিনেমার জন্য)।
সেরা পার্শ্ব অভিনেত্রী- নারগিস আকতার (‘মায়া: দ্য লস্ট মাদার’ সিনেমার জন্য)।
সেরা খল অভিনেতা- জাহিদ হাসান (‘সাপলুডু’ সিনেমার জন্য)। পর পর দুইবার এ পুরস্কার জিতলেন জাহিদ হাসান।
সেরা শিশুশিল্পী (যৌথভাবে)- নাইমুর রহমান আপন (‘কালো মেঘের ভেলা’ সিনেমার জন্য) এবং আফরীন আক্তার (‘যদি একদিন’ সিনেমার জন্য)।
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র- ‘নারী জীবন’ (বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট কর্তৃক নির্মিত)।
সেরা প্রামাণ্যচিত্র- ‘যা ছিল অন্ধকারে’ (বাংলাদেশ টেলিভিশন কর্তৃক নির্মিত)।
সেরা গায়ক- মৃণাল কান্তি দাস (‘শাটল ট্রেন’ ছবির ‘তুমি চাইয়া দেখো’ গানটির জন্য)।
সেরা গায়িকা (যৌথভাবে)- মমতাজ বেগম (‘মায়া: দ্য লস্ট মাদার’ ছবির ‘বাড়ির ওই পূর্বধারে’ গানটির জন্য) এবং ফাতিমা-তুয-যোহরা ঐশী (একই ছবির ‘মায়া মায়া রে’ গানটির জন্য)।
সেরা সংগীত পরিচালক- মোস্তাফিজুর রহমান চৌধুরী ইমন (‘মায়া: দ্য লস্ট মাদার’ সিনেমার জন্য)।
সেরা গীতিকার (যৌথভাবে)- নির্মলেন্দু গুন (‘কালো মেঘের ভেলা’ ছবির ‘ইস্টিশনে জন্ম আমার’ গানটির জন্য) এবং ড. কামাল আবদুল নাসের চৌধুরী (‘মায়া: দ্য লস্ট মাদার’ ছবির ‘চলো হে বন্ধু চলো’ গানটির জন্য)।
সেরা সুরকার (যৌথভাবে)- প্লাবন কোরেশী (‘মায়া: দ্য লস্ট মাদার’ ছবির ‘বাড়ির ওই পূর্বধারে’ গানটির জন্য) এবং সৈয়দ মো. তানভীর তারেক (একই ছবির ‘আমার মায়ের আচল’ গানটির জন্য)।
সেরা কাহিনিকার- মাসুদ পথিক (‘মায়া: দ্য লস্ট মাদার’ ছবির জন্য)।
সেরা চিত্রনাট্যকার- মাহবুব উর রহমান (‘ন ডরাই’ ছবির জন্য)।
সেরা সংলাপ রচয়িতা- জাকির হোসেন রাজু (‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির জন্য)।
সেরা সম্পাদক- জুনায়েদ আহমেদ হালিম (‘মায়া: দ্য লস্ট মাদার’ ছবির জন্য)।
সেরা শিল্প নির্দেশক (যৌথভাবে)- মোহাম্মদ রহমত উল্লাহ বাসু ও মো. ফরিদ আহমেদ (‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটির জন্য)।
সেরা চিত্রগ্রাহক- সুমন কুমার সরকার (‘ন ডরাই’ ছবির জন্য)।
সেরা শব্দগ্রাহক- রিপন নাথ (‘ন ডরাই’ ছবির জন্য)।
সেরা পোশাক ও সাজসজ্জা- খোন্দকার সাজিয়া আফরিন (‘ফাগুন হাওয়ায়’ ছবির জন্য)।
সেরা মেকআপ ম্যান- মো. রাজু (‘মায়া: দ্য লস্ট মাদার’ ছবিটির জন্য)।
এছাড়া ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার হিসেবে এ বছর আজীবন সম্মাননা দেয়া হচ্ছে একসময়ের জনপ্রিয় দুই তারকা অভিনয়শিল্পী সোহেল রানা এবং কোহিনুর আক্তার সুচন্দাকে। খুব শিগগির জমকালো আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।