জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলামের দায়িত্ব গ্রহণ

4

 

জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী জগন্নাথপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন। ২২ জুন বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন। চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, উপজেলার কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, মিরপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান প্রমূখ। সভায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলামকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব বুঝিয়ে দেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন লালন। পরে দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। এতে সকল শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত-জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের মৃত্যুতে গত ২৫ মে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। উপনির্বাচনের বিপুল ভোটের ব্যবধানে আ.লীগ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নির্বাচিত হন। গত ২০ জুন সিলেট বিভাগীয় কমিশনার ড. মোশারফ হোসেন নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলামকে শপথ বাক্য পাঠ করান। দায়িত্ব গ্রহণের প্রথম দিন ২২ জুন বৃক্ষ রোপন কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলামের যাত্রা শুরু হয়েছে।