জগন্নাথপুর প্রতিনিধি
দেশের অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপপ্লেক্সে বৈকালিক চিকিৎসাসেবা কার্যক্রমের ভার্চুয়ালি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ১৩ জুন মঙ্গলবার মন্ত্রীর উদ্বোধন শেষে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে কেককাটার মাধ্যমে স্থানীয় ভাবে বৈকালিক চিকিৎসাসেবা কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রিয়াদ বিন ইব্রাহিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সমাজসেবক বজলুর রশীদ চৌধুরী ও সকল চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।