সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শিশুর শারীরিক ও মানসিক মানসম্মত বিকাশ নিশ্চিতকরণ কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে আলোচনা সভা ও বিষয়ভিত্তিক নাটিকা প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে, জেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তর ও পিপলস জেনারেল ইনফরমেশন সেন্টার (পিজিক) এর আয়োজনে ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সার্বিক সহযোগিতায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়্যালী সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ও কর্মসূচি পরিচালক মাহনাজ হোসেন ফারিবা, মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারি পরিচালক রমজান আরা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এ.জে.এম রেজাউল আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও বাসস প্রতিনিধি আল-হেলাল মো.ইকবাল মাহমুদ, আলহেরা ফাজিল ডিগ্রি মাদ্রাসার আইসিটি শিক্ষক মোঃ তাহাজ্জুদ আলী, এইচএমপি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মধুসূদন রায় ও পিজিক এর ব্যাবস্থাপক মিহির হোসেন।
এর আগে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শিশুর শারীরিক ও মানসিক মানসম্মত বিকাশ নিশ্চিতকরণ কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষ্যে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বন্ধন থিয়েটারের উদ্যোগে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ ও ইভটিজিং নিরোধ এবং শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের উপর গুরুত্বারোপ করে একটি নাটক মঞ্চস্থ হয়।