স্টাফ রিপোর্টার
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-র অভিযানে চোরাচালান ভারতীয় শাড়ী জব্দ করা হয়েছে। শনিবার সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অভিযান পরিচালনা করে ৭৭৮ পিস ভারতীয় জর্জেট ও শিল্ক শাড়ী জব্দ করা হয়। জকিগঞ্জ ব্যাটালিয়ন লেঃ কর্নেল খোন্দকার মোঃ আসাদুন্নবী, পিএসসি এ সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধকল্পে সীমান্ত পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকাÐ এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত শাড়ী স্থানীয় তামাবিল শুল্ক অফিসে জমার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।