কাদিয়ানীদের সরকারিভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আজ শনিবার সিলেট রেজিস্ট্রারি মাঠে উলামা পরিষদ বাংলাদেশ আহুত বিভাগীয় খতমে নবুওয়ত মহাসমাবেশের সাথে একাত্মতা ঘোষণা করেছে মাদানী কাফেলা বাংলাদেশ। সংগঠনের পক্ষ থেকে এক ািববৃতিতে শনিবারের সমাবেশ সফল করার জন্য দল মত নির্বিশেষে সিলেট বাসীর প্রতি আহবান জানানো হয়। বিবৃতি দাতারা হলেন মাদানী কাফেলা বাংলাদেশের সভাপতি মাওলানা শায়খ রুহুল আমীন নগরী, সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহিদ হাতেমী, সহসাংগঠনিক সম্পাদক মুফতি আহমাদুল হক উমামা।
বিবৃতিতে তারা বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) এর পর আর কোনো নবী আসবেন না। এটাও মুসলমানদের মৌলিক বিশ্বাসের অন্তর্ভুক্ত।
এ ব্যাপারে কোনো মুসলমান যদি সামান্য পরিমাণ সন্দেহ করে সে মুসলমান থাকতে পারে না।’ ‘রাসুলুল্লাহ (সঃ) সর্বশেষ নবী হিসেবে আল্লাহ পাক পবিত্র কুরআনে সুস্পষ্ট ঘোষণা করেছেন। এমন সুস্পষ্ট ঘোষণা সত্তে¡ও আজ থেকে প্রায় দেড়শ বছর আগে তৎকালীন বৃটিশ সরকারের মদদে এক ব্যক্তি নিজেকে নবী দাবি করে। অভিশপ্ত ব্যক্তিটির নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী।’
‘সে সময় থেকে তার অনুসারীরা নিজেদের আহমদিয়া মুসলিম জামাত দাবি করে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালিয়ে আসছে। মুসলিম বিশ্বের অনেক রাষ্ট্রে তাদের অমুসলিম ঘোষণা করা হয়েছে। আমাদের দেশেও কাদিয়ানী ধর্ম অনুসারীরাদের অমুসলিম ঘোষণার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় অদ্যাবধি মুসলমানদের সেই দাবি বাস্তবায়িত হয়নি।’
সম্প্রতি কাদিয়ানী ধর্মের অনুসারীরা সুনামগঞ্জে তাদের কাজ চালিয়ে যাচ্ছে দাবি করে বলা হয়, ‘মসজিদের নামে একটি উপাসনালয়ও স্থাপন করেছে। সিলেটেও তাদের অপতৎপরতা শুরুর পায়তারা করছে। কোনো অবস্থায় তাদের এ সুযোগ দেওয়া যায়না।’
সমাবেশ সফলে সিলেট বিভাগে ব্যাপক প্রচারণা চলছে। সিলেট বিভাগের শীর্ষ উলামায়ে কেরাম এতে অংশগ্রহণ করবেন। ঈমানের দাবিতে সমাবেশ সফলে সিলেটবাসীর প্রতি আহŸান জানানো হয়।