রোমানুর রোমান
এই ফাগুনে নেই তো শিমুল
শহর জুড়ে নারী,
নারীর মাথায় মিশ্র প্রতীক
গায়ে রঙের শাড়ী।
ময়দা মেখে চুড়ি হাতে
পায়ে পরে হাই-হিল,
রিকশা করে শহর ঘুরে
মুখে হাসে খিল-খিল।
পোলাগুলো দেখতে ছুটে
কোথায় মেয়ের ঢং,
ফুল ফুটুক আর না ফুটুক আজ
সবার মনেই রং।