সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ বলেছেন, নৃ তাত্বিক জনগোষ্ঠীকে শিক্ষায় অগ্রসর হতে হবে। কারণ শিক্ষায় অগ্রসর না হলে সকল ক্ষেত্রে পিছিয়ে থাকতে হবে। সিলেটে খাসিয়া সম্প্রদায়ের মানুষ এখনো সকল ক্ষেত্রে পিছিয়ে থাকার কারণ হচ্ছে তাদের শিক্ষা নেই। অন্যদিকে মণিপুরীরা শিক্ষার কারনে এখন অনেকদূর অগ্রসর হয়ে গেছে। তাই শিক্ষার কোন বিকল্প নেই।
তিনি বুধবার সকালে নগরীর একটি অভিজাত হোটেলে পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ(পাসকপ)’র প্রকল্প সমাপনী ও ত্রি বার্ষিক প্রতিবেদন সহভাগিতা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশ এখন অনেকদূর এগিয়ে গেছে। এখন আর নিয়োগের জন্য ঘুষ দিতে হয়না। অনেক দরিদ্র পরিবারের সন্তানেরা এখন সরকারি চাকুরী করছে। তাদের পরিবার এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমরা মধ্যম আয়ের দেশে বসবাস করছি। কাজেই এখন আর বিদেশিরা এনজিওদের টাকা দিবেনা। সে বিষয়টি মাথায় রাখতে হবে। এনজিওদের টাকাগুলো এখন আফ্রিকার বিভিন্ন দেশে চলে যাচ্ছে। তাই শিক্ষা অর্জন করেই সকল পর্যায়ের মানুষকে এগিয়ে যেতে হবে। পাসকপের নির্বাহী প্রধান গৌরাঙ্গ পাত্রের সভাপতিত্বে এবং প্রকল্প সমন্বয়কারী লাবণী স্বার্তীর সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা অধিদফতরের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ ও সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী। আলোচনা সভায় বিভিন্ন পর্যায়ের লোকজন অংশ নেন। বিজ্ঞপ্তি