সাজাসহ ১০ মামলার আসামী সুন্দরী দেবী ঢাকায় গ্রেফতার

12

 

স্টাফ রিপোর্টার

ঢাকার এলিফ্যান্ট রোড নিউ মার্কেট এলাকা থেকে গ্রেফতারী পরোয়ানাভুক্ত সুন্দরী দেবী (৪২) নামের এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সুন্দরী দেবী সিলেট নগরীর লামাবাজারের ছায়াতরু-৬৮ নং বাসার বাবুল সিংহের স্ত্রী। শনিবার সকাল সাড়ে সাত টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে সাতটায় ঢাকার এলিফ্যান্ট রোড নিউ মার্কেট এলাকা থেকে গ্রেফতারী পরোয়ানাভুক্ত সুন্দরী দেবীকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ৯টি সাজাসহ মোট ১০টি মামলা রয়েছে।
মামলাগুলো হচ্ছে, সিআর-৮৬/১৮, দায়রা-১৮৯৩/১৯ এর ৪ মাসের কারাদন্ডসহ ১ লক্ষ ৭৮ হাজার টাকা জরিমানা, কোতোয়ালী সিআর-১৩৭৩/১৫ দায়রা-১১০৯/১৬ এর ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ৮ লক্ষ টাকা জরিমানা, সিআর-৪৪০/১৬, দায়রা-১৮১০/১৬ এর ৭ মাসের কারাদন্ডসহ ৫ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা, কোতোয়ালী সিআর-৪৯০/১৫ দায়রা-৫৮১/১৬ এর ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ১৪ লক্ষ ২ হাজার টাকা জরিমানা, সিআর-২২৫/১৭, দায়রা-১৯৬৭/১৭ এর ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ২ লক্ষ টাকা জরিমানা, কোতোয়ালী সিআর-৬২৫/১৫ দায়রা-৯৫৩/১৬ এর ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ৩ লক্ষ ২৪ হাজার ৭৬২ টাকা জরিমানা, সিআর-২২৪/১৭ দায়রা-১৯৬৫/১৭ এর ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ৩ লক্ষ টাকা জরিমানা, দায়রা-৯৪৮/১৫ এর ৪ মাসের কারাদন্ডসহ ১ লক্ষ ৯১ হাজার ৮৯০ টাকা জরিমানা, সিআর-২০৬/১৫ দায়রা-১৩৪২/১৫ এর ৪ মাসের কারাদন্ডসহ ২৭ হাজার ৬৬৩ টাকা জরিমানা এবং ১০ সিআর-১৩২৭/১৬ দায়রা-৯৯১/১৭ সংক্রান্তে দীর্ঘদিন যাবৎ গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী ছিলেন সুন্দরী দেবী।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।