শিবেরবাজার থেকে চোরাই মোটর সাইকেলসহ ২ চোর গ্রেফতার

6

 

স্টাফ রিপোর্টার

শিবেরবাজার এলাকা থেকে মাত্র ২ থেকে ৩ মিনিটের মধ্যে মোটর সাইকেলের যে কোন লক খুলতে পারদর্শী ২ চোরকে গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ। এসময় তাদের নিকট থেকে যেকোনো বাইকের লক খোলার দুটি ‘মাস্টার কি’ উদ্ধার করা হয়। যা দিয়ে ২ থেকে ৩ মিনিটের মধ্যে যেকোনো বাইকের লক খোলে চুরি করা যায় বলে জানিয়েছে গ্রেফতারকৃত দুজন। পুলিশ জানায়, এসময় তাদের কাছ থেকে একটি নাম্বার বিহীন মটর সাইকেল, যেকোনো বাইকের লক খোলার দুটি ‘মাস্টার কি’ জব্দ করে তারা। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা দু’জনই স্বীকার করে, সিলেটের কোম্পানীগঞ্জ থানার জনৈক এক ব্যক্তির বাড়ি থেকে মটর সাইকেলটি চুরি করে জগন্নাথপুর থানা এলাকায় বিক্রি করার উদ্দেশ্যে ঘটনাস্থলের দিকে আসছিল।
আসামীদের দেয়া তথ্য যাচাই করে জালালাবাদ থানা পুলিশ জানায়, কোম্পানীগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাসের নামে ইস্যুকৃত সরকারি মটর সাইকেলটি তার এক সহকর্মী বুধবার রাত ৮টায় উপজেলা পরিষদ সংলগ্ন ভাড়া বাসার সামনে রাখে। পরে একই দিন রাত সাড়ে ৯ টার সময় গ্রফতারকৃত ফরহাদ ও আতিকুর রহমান চুরি করে নিয়ে আসে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাস বাদী হয়ে জালালাবাদ থানায় মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, সিলেট মেট্রোপলিটন পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে ওয়েস্ট পয়েন্টে (অস্ট্রেলিয়া পয়েন্ট) এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই মোটরসাইকেল সহ চিহ্নিত দুই মটর সাইকেল চোরকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের ইতিমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত চক্রের অন্য সদস্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।