সুখ

26

খালেদ আহমদ সুমন

তোমার সাথে আমার মিলন হবে অমর্ত্যলোকে
এখানে আর তা সম্ভব নয়!
কারণ, তুমি সুখের আশায় হাটছো সাম্রাজ্যের খোঁজে
আর আমি সাম্যবোধে খোঁজে পেয়েছি আমার সুখ।