সুনামগঞ্জ প্রতিনিধি
শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে নিয়ে আসা দুটি কয়লার চালান ও অপর একটি চিনির চালান জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সন্ধ্যায় ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সুনামগঞ্জ মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে। ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান জানান, ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সুনামগঞ্জের তাহিরপুরের চারাগাঁও বিওিপির টহল দল কলাগাঁও মাইজহাটিতে মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা আট হাজার কেজি কয়লা জব্দ করেছে। একই দিন ভোররাতে ব্যাটালিয়নের টেকেরঘাট বিওপির টহল দল বুরুঙ্গাছড়া গ্রাম থেকে এক হাজার পাঁচশ কেজি ভারতীয় কয়লা জব্দ করেছে। অপরদিকে লাউরগড় বিওপির টহল দল ৮৪ কেজি ভারতীয় চিনি ও চাঁনপুর বিওপির টহল দল ১৯ বোতল বিদেশি মদ জব্দ করেছে। লে. কর্নেল মো. মাহবুবুর রহমান জানান, বিদেশি মদ বাদে কয়লা, চিনির আনুমানিক মূল্য দুই লাখ ৮০ হাজার টাকা। মঙ্গলবার বিকালে চোরাচালানের কয়লা, চিনি সুনামগঞ্জ কাস্টমসের শুল্ক অফিসে ও বিদেশি মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।