হবিগঞ্জে বোরো ধান কাটা শুরু

5

হবিগঞ্জ প্রতিনিধি

উৎসবের মধ্য দিয়ে হবিগঞ্জে বোরো ধান কাটা শুরু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে জেলার বানিয়াচং উপজেলার সুবিদপুর হাওরে ধান কাটা উৎসবের আয়োজন করা হয়।
আগামী সপ্তাহ থেকে পুরো জেলায় ধান কাটা শুরু হবে বলে জানিয়েছেন কৃষকরা।
বানিয়াচং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বোরো ধান কাটা উৎসবে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক নূরে আলম সিদ্দিকী এতে বিশেষ অতিথি ছিলেন।
জেলায় ১ লাখ ২২ হাজার ৫৭৫ হেক্টর জমিতে এ বছর বোরো ধানের আবাদ হয়েছে। প্রতি হেক্টর জমিতে ৫ দশমিক ২ মেট্রিক টন হিসেবে এবার ৬ লাখ ৩৭ হাজার ৩৯০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
প্রতি কেজি বোরো ধানের বাজার দর ৩০ টাকা হলে এবার জেলায় ১ হাজার ৯১২ কোটি টাকার ধান উৎপাদনের সম্ভাবনা আছে।