দেশ বিরোধী শত্রুরা শেখ হাসিনাকে সরাতে চায় – পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

10
প্রয়াত কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিপক কান্তি দে দিপালের শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, দেশ বিরোধী শত্র“রা শেখ হাসিনাকে সরাতে চায়। সবাই মিলে তা প্রতিহত করতে হবে। যে কারণে আওয়ামীলীগের রাজনীতিতে ঐক্যবদ্ধ হওয়া এখন খুবই প্রয়োজন। তাই আসুন তৃণমূল পর্যায়ে দলকে সংঘটিত করে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করি। তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গরীবের বন্ধু ছিলেন। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ধারাকে অব্যাহত রেখে দেশের হাওরাঞ্চল সহ প্রতিটি অঞ্চলে উন্নয়ন করে চলেছেন।
৩০ অক্টোবর বুধবার বিকেলে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজারে প্রয়াত কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিপক কান্তি দে দিপালের শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক মাস্টার মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান শিক্ষাবিদ সিরাজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম।
বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌরসভার মেয়র আবদুল মনাফ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল মালিক, সাংবাদিক পঙ্কজ দে, অধ্যক্ষ এমএ মতিন, আবদুল কদ্দুছ, জেলা যুবলীগ নেতা আলাল হোসেন রানা, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও প্রয়াত দিপাল দে এর ছেলে দিপঙ্কর কান্তি দে, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা রাসেল আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, যুবলীগ নেতা সিপন আহমদ, শাহ আলম, কামাল হোসেন লিলু, আনোয়ার হোসেন মিঠু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লায়েক আহমদ, সাধারণ সম্পাদক রাজ শেখর বৈদ্য প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জসিম উদ্দিন ও গীতাপাঠ করেন জীতেন্দ্র নাথ।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, কলকলিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হাসিম, সাবেক ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান, উপজেলা আওয়ামীলীগ নেতা শাহিদুল ইসলাম বকুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, মুক্তিযোদ্ধা সম্পাদক কুতুব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, সহ-সম্পাদক ফিরোজ আলী, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, যুগ্ম-সম্পাদক হীরা মোহন দেব, সহ-দপ্তর সম্পাদক মামুন আহমদ, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, দিলোয়ার হোসেন, কলকলিয়া ইউপি সদস্য তারা মিয়া, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মীরজাহান মিজান, সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক হুমায়ূন কবির ফরিদী, ফুটবলার সুহিনুর রহমান দুদু, এমদাদুর রহমান সুমন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবদুল আহাদ, যুবলীগ নেতা রাদেশ দেবনাথ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, সাধারণ সম্পাদক শাহ রুহেল আহমদ সহ কয়েক হাজার শোকার্ত জনতা উপস্থিত ছিলেন।