নবী হোসেন নবীন

6

কবিতার অভিবাসন :

যে কবিতায় ফুলের সুবাস নেই
আছে ঘামের গন্ধ
তা বুঝে কেবল অন্ধ।

যে কবিতায় চাঁদের স্নিগ্ধ জোছনা নেই
আছে প্রদীপের আলো
তার নিচে অন্ধকার বিদঘুটে কালো।

যে কবিতায় অনুরাগের ছোঁয়া নেই
আছে বিরাগের গান
সে নিজেই নিষ্প্রাণ।

যে কবিতায় সোনার অঙ্গ নেই
আছে মাটির দেহ
তাকে আর কবিতা বলে না কেহ।

যে কবিতায় পুষ্পরেণু ঝরে না
উড়ে মলিন ধূলি
কোকিলের কুহুতান নয় তা কাকের বুলি।

মাটির প্রদীপ ছাড়ি আজ কবি পেয়েছে চাঁদ
লতার নিকুঞ্জ ছাড়ি
কবিতাও খোঁজে নিয়েছে সুরম্য প্রাসাদ।