তাজুল ইসলাম নাহীদ

6

কবি আলমগীর ভাই :

গুরু তোমার জন্ম দিনে
রইল আর্শীরবাদ,
যত কিছু হলাম আজকে
ধরে তোমার হাত।

বিচারপতি সভাপতি
যত টাইটেল মোর,
দেখিয়েছো তুমি গুরু
প্রবেশ করার দোর।

তোমার জন্মে আমি ধন্য
ধন্য কবি কূল,
হয় না আহা! হয় না ভবে
ভাইয়া তোমার তুল।

শত বছর বেঁচে থাকো
এইতো আমরা চাই,
হাজার কবি শিক্ষক তুমি
হে আলমগীর ভাই।

প্রভুর কাছে আরজি মোরা
করছি তোমার তর,
সুখ যেনো থেকো সদা
সারাজীবনভর।