স্টাফ রিপোর্টার :
নগরীর পশ্চিম কাজিরবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি দোকান ও ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে বৈদ্যুতিক সর্ট-সার্কিট থেকে আধা সেমিপাকা ও টিনসেডের দোকান ও ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ব্যবসায়ীরা এখন দিশেহারা। তবে অগ্নিকান্ডে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট, এলাকাবাসী ও পুলিশের সহায়তায় প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে ভোর ৫ টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকানগুলো হচ্ছে, বিসমিল্লাহ এন্টারপ্রাইজ, জিয়াউল ইসলাম স্টোর, জনি এন্টারপ্রাইজ, সৌরভ এন্ড সুফিয়ান ট্রেডার্স (১) সৌরভ এন্ড সুফিয়ান ট্রেডার্স (২), সাগর ট্রেডার্স ও ইসলাম ট্রেডার্স এবং নাজির মিয়ার কলোনীর ৩টি বসতঘর।
ব্যবসায়ী ও পুলিশ জানায়, কোতোয়ালী মডেল থানার পশ্চিম কাজিরবাজার অগ্রনী ব্যাংকের বিপরীত পাশে একই সারিতে প্লাস্টিকের বস্তা, ফিশারী ব্রয়লারের দোকান, নতুন ও পুরাতন কাঠ ও লৌহ জাতীয়সহ বিভিন্ন ধরনের ৭টি দোকান ও এসব দোকানের পিছনে নাজির মিয়ার একটি কলোনী ছিলো। প্রথমে বিসমিল্লাহ এন্টারপ্রাইজ দোকান থেকে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এ সময় আগুনের লেলিহান শিখায় পাশ্ববর্তী দ্বিতীয় তলা বিশিষ্ট মুহিবুল ইসলামের বাসা ও দোকানে আগুন ছড়িয়ে পড়ে থ্যাইগ্লাসের দরজা-জানালা ভেঙ্গে গিয়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে অগ্নিকান্ডে দোকান ও বসতঘর বিদ্যুৎহীন।
এদিকে সরেজমিনে দেখা গেছে, আগুনে পুড়ে যাওয়া ৩টি বসতঘরের লোকজন খোলা আকাশের নিচে রয়েছেন।
বিসমিল্লাহ্ এন্টারপ্রাইজের মালিক হানিফ মিয়া বলেন, এখন আমার রাস্তায় নেমে যেতে হবে। অগ্নিকান্ডের এ ক্ষতি পুষিয়ে উঠা সম্ভব নয়। এখন আমি দিশেহারা।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের উপ-পরিচালক মো.মনিরুজ্জামান বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ১৩টি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনতে তালতলা, সেনানিবাস, দক্ষিণ সুরমা ওসমানীনগর, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ থেকে অগ্নিনির্বাপন গাড়ি ও কর্মীরা আসেন।
এদিকে, গতকাল বুধবার সকালে সিলেট সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত (সনতু) ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ৩টি বসতঘরের পরিবারের মাঝে লেপ, তোষক, বালিশ, শাড়ি, লুঙ্গি, বিছানার চাদর ও শিশুদের কাপড়-চোপড় প্রদান করেন।