শিব্বির আহমদ

8

রূপে ভরা শীত :

মাঘ পৌষ মিলে শীত আসে এই দেশে।
ভোরগুলো কোয়াশায় যায় খুব ভেসে।
পাতায় পাতায় গাছে শিশিরেরা জমে।
শীতের আবহে চলা যায় খুব কমে।

হয়ে যায় দিন ছোট রাত খুব বড়ো।
উষ্ণ লেপের নিচে হয় সবে জড়ো।
পাড়া গাঁ ও শহরেতে সবখানে খুব।
পিঠা পুলির আমেজে দেয় সবে ডুব।

খেজুরের গাছে ঝুলে রসেরো হাঁড়ি।
ফসলেতে ভরা রয় কৃষকের বাড়ি।
বিচিত্র রূপে ভরা শীত মৌসুম।
ভালো লাগা হৃদয়েতে এঁকে যায় চুম।