কুলাউড়ার রনচাপ গ্রামে রাস্তা পাকাকরণ, গাড ওয়াল নির্মাণ ও দীঘির ইজারা প্রদান বন্ধের দাবিতে মানববন্ধন

25
কুলাউড়ার রনচাপ গ্রামের রাস্তা পাকাকরণ সহ নানা দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।

কমলগঞ্জ থেকে সংবাদাতা :
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের রনচাপ গ্রামে চলাচলের সড়ক পাকাকরণ, ইলিমউদ্দীন দীঘির অবৈধ ইজারা প্রদান বন্ধ, দীঘির পারে গাড ওয়াল নির্মাণের মাধ্যমে প্রাচীন কবরস্থান, প্রাইমারী স্কুল, মসজিদ, মক্তব রক্ষা করার দাবিতে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রনচাপ জামে মসজিদ কমিটির মোতাওয়াল্লী এম এ মালেক খাঁন এর সার্বিক ব্যবস্থাপনায় শুক্রবার (১০ জুলাই) বেলা ২টায় রনচাপ জামে মসজিদ সংলগ্ন রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রনচাপ মসজিদ কমিটি, ঈদগাহ কমিটি, কবরস্থান কমিটি, রনচাপ খাদিমুল কোরআন যুব সংঘসহ স্থানীয় এলাকাবাসীর আয়োজনে মো. ছওয়াব আলীর সভাপতিত্বে ও মামুনুর রশীদ এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মো. ইলিয়াছ মিয়া, সুলতান উদ্দীন আহমদ, ইসমাইল হোসেন সর্দার, মো. ছমরু মিয়া, জসীম উদ্দীন, ফখর উদ্দীন আহমদ, আরাফ উদ্দীন, সুমন আহমদ, কালাম আহমদ, জিবলু মিয়া, হাফিজ রজব প্রমুখ।