কাকতাড়ুয়া

12

রফিকুল নাজিম :

দেখো- মাথায় মাটির হাঁড়ি
মুখে কালো কালি,
সাদা চুনে নাক মুখ আঁকা
জামা জোড়াতালি।

হাত দু’খানা লম্বা অনেক
পা যেন এক খুঁটি,
ওড়ে এসে মাথায় বসে
দুষ্টু শালিক জুটি!

শস্য ক্ষেতে আর আসে না
পাখির মনে ভয়,
কাকতাড়ুয়ার বলছি কথা;
দেখেছো নিশ্চয়?