আনন্দমুখর পরিবেশের মধ্যদিয়ে সিলেটে মহান বিজয় দিবস পালিত \ সুখী-সমৃদ্ধশালী দেশ গড়ার অঙ্গীকার

14

স্টাফ রিপোর্টার :
আনন্দমুখর পরিবেশের মধ্যদিয়ে সিলেটে পালিত হয়েছে মহান বিজয় দিবস। শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধার্ঘ নিবেদনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন শুরু হয়। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সিলেট নগরীর সব ক’টি সড়কে মানুষের গন্তব্যস্থল ছিল কেন্দ্রীয় শহীদ মিনার।
প্রথমে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ। এরপর মুক্তিযোদ্ধা সংসদ। পরে সিলেটের বিভাগীয় কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, এসপি আরআরএফ কমান্ডেন্ট, এসপি এপিবিএন শ্রদ্ধা জানান।
এরপর জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা ও মহানগর বিএনপি, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, যুবলীগ, সিলেট প্রেসক্লাব, সিলেট জেলা প্রেসক্লাব, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়শন (ইমজা), ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেট চেম্বার অব কমার্স, সড়ক বিভাগ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, উদীচী শিল্পীগোষ্ঠী, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
সিলেটের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও বিভিন্ন অয়োাজনে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ওসমানী মেডিকেল কলেজ, এমসি কলেজ, সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ সকল প্রতিষ্ঠানে আলোকসজ্জা, পতাকা উত্তোলন, বিজয় র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োাজন করা হয়োছে।
সিলেটে পালিত কর্মসূচী :
সিলেট সিটি কর্পোরেশন : সারা দেশের মতো সিলেটেও যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস ২০২২। দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় সিলেট সিটি কর্পোরেশন।
শুক্রবার (১৬ ডিসেম্বর ২০২২) সকাল সাড়ে ছয়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।
পরে দিবসের কর্মসূচির অংশ হিসেবে নগর ভবনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।
কর্মসূচিসমূহে উপস্থিত ছিলেন সিসিক কাউন্সিলর মো. আজম খান, কাউন্সিলর রাশেদ আহমদ, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, সচিব ফাহিমা ইয়াসমিন, তত্ত¡াবধায়ক প্রকৌশলী আলী আকবর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান, কর কর্মকর্তা মো. জামিলুর রহমান, প্রধান এসেসর মো. আব্দুল বাছিত, বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবুল ফজল, লাইসেন্স কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, বাজার তত্ত¡াবধায়ক আলবাব আহমেদ চৌধুরী, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট জেলা : মহান বিজয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদকালে উপস্থিত ছিলেন, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, সাধারন সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম, সহ সভাপতি অধ্যক্ষ শামসুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী, অধ্যক্ষ মিহির রন্জন দাস, যুগ্ম সম্পাদক মনোজ কপালী মিন্টু, ওয়ালী মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সিরাজ উদ্দীন শিরুল, অধ্যাপক জান্নাত আরা খান পান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোয়াজ্জেম হোসেন বিশ্বাস পারভেজ, এজাজ আলম, আখলাক হোসেন প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট বিভাগ : মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট বিভাগের উদ্যোগে একাত্তরের বীর শহীদদের প্রতি সম্মান, শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।
গত ১৬ ডিসেম্বর শুক্রবার সকালে নগরীর চৌহাট্টা পয়েন্টে জমায়েত হয়ে র‌্যালি সহকারে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুজন মিয়া, বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট বিভাগের সভাপতি অবঃ সাজেন্ট মোঃ আবুল হোসেন, উপদেষ্টা, বিশ্বনাথ সরকারি কলেজের প্রভাষক, আয়কর আইনজীবি শংকু রাণী সরকার লিলি, সদস্য পরিবেশ মোল্লা কেএম তাজুল ইসলাম, আমজাদ হোসেন পীর প্রমুখ।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট বিভাগের উদ্যোগে এক আলোচনা সভা আম্বরখাস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় ও সিলেট বিভাগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, যারা নিজের জীবনবাজী রেখে মুক্তিযোদ্ধ করে এদেশকে স্বাধীন করেছেন তাঁদের কাছে আমরা চিরঋণী। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে আরও শানিত করে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতাকর্মীদের একযোগে কাজ করার আহবান জানান।
সার্চ মানবাধিকার সোসাইটি দিরাই উপজেলা : সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ দিরাই উপজেলা শাখা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ১৬ ডিসেম্বর শুক্রবার যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে।
১৬ ডিসেম্বর শুক্রবার দিনের প্রথম প্রহরে মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ। দুপুর ২টায় দিরাই উপজেলা প্রশাসনের সদর গেট থেকে এক র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ দিরাই উপজেলা শাখার সভাপতি এম আবুল হোসেন শরীফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, জগদল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান লাল মিয়া, ডিএসএস একাডেমী দিরাই চেয়ারম্যান শাহজাহান সিরাজ, দিরাই সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক (আইসিটি) মিজানুর রহমান পারভেজ, সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মোস্তাহার আহমদ মোস্তাক, কবি মোবারক হোসাইন, যুবলীগ নেতা শিহাব উদ্দিন।
শাখার সাধারণ সম্পাদক বদরুজ্জামান বদলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন শাখার সহ-সভাপতি মোঃ খেলু মিয়া ও রাজিব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক আলী, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ রাশেদা বেগম, বিশিষ্ট নাগরিক মোঃ সফু মিয়া, আবদুল হাফিজ, জগদল ইউনিয়ন পরিষদের সদস্য মোছাঃ লিপি বেগম প্রমুখ।
প্রধান অতিথি বলেন, যাদের আত্মত্যাগ এবং লাখো মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা আজ স্বাধীনতা ভোগ করতেছি, বিজয় দিবস পালন করছি। তাঁদের প্রতি শ্রদ্ধার্ঘ্য আমাদের নৈতিক দায়িত্ব। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে এবং সার্চ মানবাধিকার সোসাইটি দিরাই উপজেলা শাখার দেশ ও সমাজের কল্যাণমুখী বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেটের চাকরির খবর এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, সৈয়দ সাহেদ আহমদ, সায়মন মিয়া, পাভেল আহমদ, মাহি উদ্দিন মাহিন প্রমুখ।
কানাইঘাট থেকে সংবাদদাতা জানিয়েছেন : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কানাইঘাট উপজেলা শাখা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে বিজয় দিবসের সূচনালগ্নে কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তপক করা হয়েছে। এছাড়াও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে সকাল ৯টায় উপজেলা প্রশাসন চত্ত¡রে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুারালেও পুষ্পস্তপক অর্পণ করা হয়।
পুষ্পস্তপক অর্পনকালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফখর উদ্দিন শামীম, মাসুক উদ্দিন, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হাজী শরিফ উদ্দিন, উপজেলা যুবলীগের আহŸায়ক এনামুল হক, সিনিয়র যুগ্ম আহŸায়ক এস.এম মাহবুবুল আম্বিয়া, যুগ্ম আহŸায়ক গোলাম মস্তফা রাসেল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হারিছ উদ্দিন, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বেলাল সহ সংগঠনের নেতাকর্মীরা।
জগন্নাথপুর থেকে সংবাদদাতা জানিয়েছেন : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর শুক্রবার শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন, আনন্দ র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সহ-সভাপতি সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভ‚ইয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম-সম্পাদক সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, সাবেক সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, উপজেলা কৃষক লীগের সভাপতি আফছর উদ্দিন ভ‚ইয়া, আ.লীগ নেতা আকমল খান, পৌর আ’লীগের সভাপতি ডা.আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভ‚ইয়া, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, আশারকান্দি ইউপি চেয়ারম্যান আইয়ূব খান, পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক শশী কান্ত গোপ প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দক্ষিণ সুরমা প্রেসক্লাব : একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে আরও শানিত করে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার আহবান জানিয়ে দক্ষিণ সুরমা প্রেসক্লাব পালন করেছে মহান বিজয় দিবস।
বিনম্র শ্রদ্ধা ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে দক্ষিণ সুরমা প্রেসক্লাব সিলেট (১৬ ডিসেম্বর) শুক্রবার সকাল সাড়ে ৯টায় দক্ষিণ সুরমা উপজেলা চত্বরের শহীদ মিনারে প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি শিপন আহমদ, সহ সাধারণ সম্পাদক আব্দুল খালিক, দপ্তর ও পাঠাগার সম্পাদক খায়রুল আমিন রাফসান, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম মুসিক, এম সারওয়ার হোসেন সৌরভ, সদস্য রফিক আহমদ সহ সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।