স্টাফ রিপোর্টার :
সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক এ কে এম মাজহারুল ইসলামকে খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে বদলী করা হয়েছে। গত রবিবার ৪ ডিসেম্বর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মাসব্য ও অর্থ) উম্মে সালমা তানজিয়া স্বাক্ষরিত পরিপত্রে তাকে বদলি করা হয়।
সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক মাজহারুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। সম্প্রতি পাসপোর্ট করতে যাওয়া এক নারীকে লাঞ্ছিত করার অভিযোগে মাজহারের বিরুদ্ধে মামলা করেন সেই ভুক্তভোগী নারী।
উল্লেখ,সিলেট পাসপোর্ট অফিসের বর্তমান পরিচালক এ কে এম মাজহারুল ইসলাম এর আগে আরো তিনবার সিলেট পাসপোর্ট অফিসে দায়িত্ব পালন করেছেন। ১৯৯১-১৯৯২ সালে নগরীর শেখঘাটস্থ সিলেট পাসপোর্ট অফিসে প্রথম কাজ করেন। পরে তিনি অন্যত্র বদলি হন। ২০১১ সালে নগরীর শাহজালাল উপশহরে এমআরপি পাসপোর্ট চালু হলে তিনি আবার সিলেট আসেন। এসময় তাঁর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠলে তিন মাসের মধ্যে তাকে সিলেট থেকে বদলী করা হয়। পরবর্তীতে ২০১৭ সালে আবার সিলেটে বদলি হয়ে আসেন। সেবারও দুনীর্তির জন্য বেশিদিন টিকতে পারেননি। তৎকালীন সময়ে তাঁর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে দুর্নীতির অভিযোগের সত্যতা পেয়ে তাকে ঢাকায় বদলী করা হয়। এরপর তিনি ২০১৯ সালের সেপটেম্বর মাসে চতুর্থ বারের মতো সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসে পরিচালক হিসেবে যোগ দেন।